রাত দুপুরে ঘরে যখন ঘুমে আচ্ছন্ন আগুন লাগিয়ে সটকে পড়ে সন্ত্রাসী সিরাজুল ইসলাম গং সাং তেলীনগর ইউপি তালশহর পূর্ব, থানা ও জেলা ব্রাহ্মণবাড়িয়া। .
সন্ত্রাসী সিরাজুল ইসলামের অত্যাচার অতিষ্ঠ মোঃ কামরুল ইসলাম, পিতা মোঃ আঃ আওয়াল দীর্ঘ দিন যাবত এলাকার সাহেব সরদার এলাকার জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তশালী সাহেব সরদারের নিকট বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। অনুসন্ধান করে জানা যায়! সিরাজুল ইসলাম গং এলাকার কোন মানুষের কথায় কর্ণপাত করেনা! ভুক্তভোগি কামরুল ইসলাম বলেন বিগত কয়েক বছর যাবত জমি জমা নিয়ে তার সাথে আমার বিরোধ চলে আসছে, তারই জের ধরে সিরাজুল আমার ঘরে আগুন লাগিয়ে দেয়। .
খোঁজ নিয়ে জানা যায় বিগত ০৮-০৯-২০২২ তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিকট অভিযোগ দায়ের করেন কামরুল ইসলাম গং। অনুসন্ধানে জানা যায় অভিযোগের সূত্র ধরে স্থানীয় চেয়ারম্যান মনির হোসেন একাধিকবার সমন পাঠিয়েছেন সিরাজুল ইসলাম গংদের নিকট! কিন্তু পরিতাপের বিষয় চেয়ারম্যান সাহেবের সমনের কোন উত্তর দেয়নি! সিরাজুল ইসলাম গং, এদিকে খবর পেয়ে অতি চতুর সিরাজুল ইসলাম কামরুল ইসলাম গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পি, ১৪২২/২২ ইং মোকাম জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আসামী করা হয়েছে কামরুল ইসলাম ও তার সহধর্মিণীকে, সাক্ষী করা হয়েছে তিনজন কে। মোকাদ্দমা:- ফৌঃ কাঃ বিঃ আইনের ১০৭/১১৪/১১৭ (গ) ধারা ।.
উল্লেখ্য সন্ত্রাসী সিরাজুল অত্যান্ত ক্রিমিনাল পন্থা অবলম্বন করে কামরুল ইসলামের ঘরে রাত দুপরে আগুন লাগিয়ে সবাইকে মেরে ফেলার ফন্দিআটে! খবর পেয়ে ক্রাইম রিপোর্টার সরে জমিনে পর্যবেক্ষন করতে তেলি নগর মাদরাসা পাড়ায় অবস্থান করাকালীন সময়ে। এলাকার শান্তি প্রিয় নিরিহ মানুষ বলেন আমাদের নাম বলিবেননা সে একজন খুবই খারাপ মানুষ দেখুন সাংবাদিক সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব বহু চেষ্টা করেছে, বিষয়টি শেষ করে দিতে, কিন্তু সন্ত্রাসী সিরাজুল চেয়ারম্যান সাহেবের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বলেছে চেয়ারম্যানের ক্ষমতা থাকলে আমার বিচার করুক! আমি কারো ধার দারিনা। .
আমার ব্যাপারে কোন কিছু করার চেষ্টা করলে এর পরণিতি ভাল হবেনা! অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক চেয়ারম্যানকে মুঠোফোনে সিারজুল এর ব্যাপারে জানতে চাইলে, চেয়ারম্যান বলেন আমি আমার চেষ্টা করেছি কিন্তু সিরাজুল আমার পরিষদে আসবেনা বলে জানিয়েছেন, আমি নতুন মানুষ এসব বিষয়ে আমার কিছু করার নাই। কামরুলকে বলেছি তোমার সাথে আমরা জনপ্রতিনীধিরা আছি! দরকার হলে মাননীয় কোডে সাক্ষ দেব। এ বিষয়ে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ বলেন কামরুল ইসলাম নিরহ মানুষ তার উপর সন্ত্রাসী কামরুল জোর জবরদস্তি করে তার ভিটে বাড়ী থেকে উচ্ছেদ করিতে এসব অপকর্ম করে যাচ্ছে। এলাকার সচেতন মানুষরা বলেন, কামরুলের পরিবারের জান মালের রক্ষা করিতে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: