• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য চরম লজ্জার : নুর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৬:৩১ পিএম;
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য চরম লজ্জার : নুর
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য চরম লজ্জার : নুর

রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ও উর্ধ্বতন কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য চরম লজ্জার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও বর্তমান গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।.

আজ রোববার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।.

নুরুল হক নুর বলেন, অগণতান্ত্রিক, ভোটবিহীন কর্তৃত্ববাদী সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে বিচারবহির্ভূত হত্যাকান্ড ও বেআইনিভাবে ভিন্নমত, বিরোধীদের ওপর দমন-নির্যাতনের মতো অমানবিক কর্মকান্ডের কারণে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া এমন নিষেধাজ্ঞা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জন্য চরম লজ্জার ও উদ্বেগের।.

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর মানবাধিকার লঙঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ