২০২৩ সালে পানি সংকটে বাংলাদেশ, আসন্ন শুষ্ক মৌসুমে সারাদেশে পানি সংকটের আশংকা বিদ্যামান। ঐ মৌসুমেকে সামনে রেখে দিশেহারা হয়ে পড়েছেন দেশের কোটি কোটি কৃষক। পানি সংকটের আশংকায় কৃষক জমিতে ফসল ফলাতে খুবই অনীহা প্রকাশ করেছেন। কারন একদিকে বিদ্যুতের লোড শেডিং অন্যদিকে প্রতিবছর ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত অনাবৃষ্টির কারনে দেশে পানিসংকট দেখা দেয়। এসময় ফসলের ক্ষেতসহ, মাঠ, ঘাট, পানির অভাবে শুকিয়ে চৌ-চির হয়ে যায়।.
ফলে ফসলের ব্যপক ক্ষতি হয়ে কৃষকদের মাথায় আকাশ ভেঁঙ্গে পড়ার উপক্রম হয়। পাশাপাশি ফাল্গুন চৈত্রমাসে বাংলাদেশের উত্তর অঞ্চলের গভীর নলকূপের তদদেশে পানি শুকিয়ে যায়। অগভীর নলকূপ টিওবওয়েলের নিচে একেবারেই পানি থাকেনা, এতে প্রতিবছরের ফাল্গুন চৈত্রমাসে পানি মারাত্মক প্রভাব পরে। .
বিশেষজ্ঞদের মাতে, শুকনা মৌসুমে কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেক উপজেলা প্রবাহিত নদী থেকে পানি উত্তোলন করে বোরো ধানের চাষ করলে কার্তিক মাসের ফসলের উৎপাদন করা এবং মানুষের প্রেয়োজনে শুকনা মৌসুমে নলকূপের পানি সংরক্ষণ রাখা সম্ভব। . .
ডে-নাইট-নিউজ / এম মখলিছুর রহমান, চুনারুঘাট, (হবিগঞ্জ):-
আপনার মতামত লিখুন: