দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত ৫২ জন সন্তানের মাঝে মাসিক উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সমাজকল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম।.
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় জিটিসি চ্যারিটি হোমের কার্যালয়ে আনুষ্টানিকভাবে ৫২ জন শিক্ষার্থীর হাতে জিটিসির নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপবৃত্তির অর্থ তুলে দেন উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন। পরে ননএমপিওভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য আর্থিক সহায়তার অংশ হিসেবে চলতি অক্টোবর মাসের জন্য কলেজ অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের হাতে আর্থিক অনুদানের চেকও প্রদান করা হয়।.
উল্লেখ্য, জিটিসি’র স্থাপিত চ্যারিটি হোমে একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারদ্বারা সপ্তাহে ০৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। . .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপনার মতামত লিখুন: