• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুখেকো ইউপি সদস্যের ট্রাক্টর জব্দ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫৯ পিএম;
অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুখেকো ইউপি সদস্যের ট্রাক্টর জব্দ
অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুখেকো ইউপি সদস্যের ট্রাক্টর জব্দ

দিনাজপুরের ফুলবাড়ীতে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য বালুখেকো সুকুমার রায় পাখি কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ট্রাক্টর আটক করেছে গ্রাম পুলিশ।.

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহদিপুর গ্রামের একটি পুকুর থেকে বালু উত্তোলনের সময় আর.কে ট্রেডার্স নামক ট্রাক্টরটি আটক করা হয়। .

জানা যায়, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য সুকুমার রায় পাখি দীর্ঘদিন যাবৎ ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। শুধু নদীই নয়, তিনি সরকারি পুকুর কিংবা আবাদি জমি থেকেও বালু উত্তোলন করেন। ইতোপূর্বে বহুবার তাকে প্রশাসন আটক করলেও তাকে বালু উত্তোলন থেকে আটকানো যায়নি। তিনি কাউকে তোয়াক্কা না করেই ক্ষমতার জোরে বালু উত্তোলন করে আসছে। বৃহস্পতিবার মহদিপুর গ্রামের একটি পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান গ্রাম পুলিশ কৃষ্ণ রায়, মতিন চন্দ্র ও প্রদীপ রায়। পরে বালু উত্তোলনকারী ট্রাক্টরটি তারা জব্দ করেন এবং ট্রাক্টরটি লক্ষ্মীপুর বাজারে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। .

নামপ্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ওয়ার্ডের একজন সচেতন নাগরিক বলেন, ওয়ার্ড সদস্য সুকুমার রায় পাখি ক্ষমতার প্রভাবে এলাকায় বিভিন্ন অরাজকতা চালিয়ে আসছে। তিনি এতোটাই ক্ষমতাধর যে, প্রশাসনকেও তিনি তোয়াক্কা করেন না। এলাকায় বালু তুলে তুলে আবাদি জমিসহ নদী শেষ করছে এই পাখি মেম্বর। তিনি জনপ্রতিনিধির নামে একজন ভক্ষক। তার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। .

গ্রাম পুলিশ কৃষ্ণ রায় ও প্রদীপ রায় বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা রয়েছে যে, কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করলে তা আটক করে খবর দিতে। বৃহস্পতিবার সকালে ওয়ার্ড মেম্বার সুকুমার রায় পাখি অবৈধভাবে একটি পুকুর থেকে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর আটক করা হয়। পরে তৌশিলদারের সহযোগিতায় ট্রাক্টরটি উপজেলায় নিয়ে যাওয়া হয়। .

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, সুকুমার রায় পাখি তিনি ৫নং ওয়ার্ড সদস্য। সে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ইতোপূর্বেও তাকে বহুবার আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার মহদিপুর গ্রামে বালু উত্তোলনের সময় তার ট্রাক্টর আটক করেছে গ্রাম পুলিশ। .

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ট্রাক্টর আটক করেছে গ্রাম পুলিশ। ঘটনাস্থলে সংশ্লিষ্ট ইউনিয়নের তৌশিলদারকে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করে উপজেলায় আনতে বলা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ