দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পে ১৬তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। .
দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত চেক ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।.
এতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক আশুরা মিমুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা ম-ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, আনসার ভিডিপি প্রশিক্ষক সুশান্ত কুমার সরকার প্রমুখ।.
শেষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের হাতে চেক ও সনদপত্র তুলে দেন অতিথিদ্বয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুবিধাভোগী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: