• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আমরা করব জয় সংগঠনের সভাপতির স্বেচ্ছায় পদত্যাগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:১৯ পিএম;
আমরা করব জয় সংগঠনের,  সভাপতির স্বেচ্ছায় পদত্যাগ
আমরা করব জয় সংগঠনের সভাপতির স্বেচ্ছায় পদত্যাগ

দিনাজপুরের ফুলবাড়ীর সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি প্লাবন শুভ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক সোহেল রানা।.

 .

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্লাবন শুভ এর ব্যক্তিগত নানাবিধ সমস্যার কারণে সংস্থায় ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ চেয়ে সাধারণ সম্পাদক বরাবর গত ১ অক্টোবর লিখিত আবেদন দেন তিনি। তার পদত্যাগের বিষয়টি গত ২৬ অক্টোবর সংস্থার এক জরুরি সভায় উত্থাপন করা হলে, সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি পদ থেকে সম্মানের সহিত অব্যাহতি প্রদান করা হয়। একই সাথে পলাশ কুমার দাসকে সভাপতি নির্বাচিত করা হয়।.

 .

সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, প্লাবন শুভ তাঁর ব্যক্তিগত কারণে সংস্থায় ঠিকমতো সময় দিতে না পারায় সংস্থার স্বার্থে সংস্থার অগ্রগতি অব্যাহত রাখতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাকে সম্মানের সাথে তার ওপর অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সর্বাঙ্গীণ তাঁর উন্নতি ও মঙ্গল কামনা করেন সোহেল রানা।.

প্লাবন শুভ বলেন, ব্যক্তিগত কারণে সংস্থায় ঠিকমতো সময় দিতে না পারায় সংস্থার বৃহত্তর স্বার্থে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি। সংস্থাকে সামনে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে। দায়িত্বরতরা সংস্থাকে বহুদূর নিয়ে যাবে এই কামনা।. .

ডে-নাইট-নিউজ / ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ