• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আর রহমান এডুকেশন ট্রাস্টের ২৭তম টিউবওয়েল  প্রদান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:৩৪ এএম;
আর রহমান এডুকেশন ট্রাস্টের ২৭তম টিউবওয়েল  প্রদান
আর রহমান এডুকেশন ট্রাস্টের ২৭তম টিউবওয়েল  প্রদান

'মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে'র উদ্যোগে বিশুদ্ধ পানির জন্য নলকূপ (টিউবওয়েল) প্রদান করা হয়েছে। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এলাহাবাদ গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন এলাহাবাদ তেলিকোনা আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ.টি.এম ওলিউর রহমান (রঃ) এর উত্তরসূরী ইমাম নুরুর রহমান ও তাদের নিকটাত্মীয়দের হাতে গড়া যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি ট্রাস্ট 'আর-রহমান এডুকেশন ট্রাস্ট' এর ব্যবস্থাপনায় আজকের টিউবওয়েল বিতরণ করা হয়।.

ইউনিয়ন, পৌরসভার অনেক এলাকায় জনসাধারণের জন্য সরকারি ভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করার কোন ব্যবস্হা না থাকায় পানি বাহিত রোগের দখলে নিম্ন আয়ের মানুষের জনজীবন। দেশের অধিকাংশ গ্রামের দরিদ্র অসহায় পরিবার গুলোর বিশুদ্ধ পানির এক চরম সংকট রয়েছেন। যারা রোজ আনে রোজ খায় তারা বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন নিয়ে মহা সংকটে ভোগেন। হয়তো সরকারি ভাবে পাবে না হয় কোন দাতা সংস্থা কিংবা ব্যাক্তি উদ্যোগে পাবেন এমনটাই ভেবে বসে থাকা ছাড়া উপায় নেই। সবার না জুটলেও মাঝে মধ্যে দু-একটি গ্রাম বা পরিবার বিভিন্ন ইস্যু থেকে পেয়ে তাদের চাহিদার যোগান দেন। এক্ষেত্রে দাতাদের সদয় বিবেচনা ও তাদের মানব প্রেম প্রশংসনীয়। দো-জাহানের কামিয়াবি তারা পাবেন নিশ্চয়। অনেকে দান খয়রাত করে মনে আনন্দ পান, উদ্দেশ্য থাকে ছওয়াবের। তাদের নেক উদ্দেশ্য কবুল হোক এটা সমাজের অসহায় মানুষের কামনা নিরন্তর।.

তারই ধারাবাহিকতায় ছাওয়াবের উদ্দেশ্যে আজ ২৭শে ডিসেম্বর সোমবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে আর-রহমান এডুকেশন ট্রাস্টের ব্যবস্থাপনায় দূঃস্থদের মাঝে আজকের টিউবওয়েল নিয়ে মোট ২৭তম টিউবওয়েল বিতরণ করা হল।.

টিউবওয়েল স্থাপন শেষে এর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, অত্র গ্রামের সালিশ ব্যক্তিত্ব মোঃ আলফাজ উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোভিয়া পূর্ব সোনাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের, মুরব্বি রতন মিয়া, তরুণ সমাজ কর্মী জুনেদ আহমেদ, রফিক মিয়া, মামুন আহমদ , রাজু আহমদ, জসিম উদ্দিনসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।  উদ্বোধন শেষে দাতা ও উদ্যোক্তা পরিবারের দান যেন আল্লাহ পাক কবুল করেন এ লক্ষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের।.

নলকূপ প্রজেক্ট কার্যক্রমে আর্থিক সহযোগীতা করেছেন বৃটেনের বহুল প্রচারিত শীর্ষবিন্দু পত্রিকার প্রধান সম্পাদক গ্রেট বৃটেনের পরিচিত ব্যক্তিত্ব আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর অন্যতম উপদেষ্টা জনাব সুমন আহমদ ও তার পরিবারবর্গ। এই প্রজেক্ট স্থাপনের দায়িত্ব পালন করেছেন নরসিংপুর ইউনিয়নের যুব সমাজের অহংকার, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক জনাব ইসমাইল আল সানি।.

 . .

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া সিলেট থেকেঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ