• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

উখিয়া থাইংখালী বিট কর্মকর্তার বিশেষ অভিযানে অবৈধ বালি ভর্তি ডাম্পার আটক ১ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১৬ পিএম;
উখিয়া থাইংখালী বিট কর্মকর্তার বিশেষ অভিযানে অবৈধ বালি ভর্তি ডাম্পার আটক ১ 
উখিয়া থাইংখালী বিট কর্মকর্তার বিশেষ অভিযানে অবৈধ বালি ভর্তি ডাম্পার আটক ১ 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নির্দেশনায় থায়্যাংখালি বিট কর্মকর্তা বিকাশ দাসের বিশেষ অভিযানে বনভূমির পাহাড় থেকে  অবৈধ মাটি কাটার অপরাধে অবৈধ বালু মাটি সহ একটি ডাম্পার আটক করা হয়েছে। ১৭ মে বুধবার  আনুমানিক  রাত ৮ ঘটিকার  সময় জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকার পাস থেকে উক্ত ডাম্পার টি আটক করেন।.

এ সময় আরো উপস্থিত ছিলেন দোছড়ির বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু। সহ অন্যান্য বিট কর্মকর্তা এবং বন প্রহরী সদস্যরা। .

আটকৃত অবৈধ ডাম্পারটির বিরুদ্ধে বন আইনের পি ওয়ার মামলা দায়ের করে জড়িত পাহাড় খেখূদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা ।.

বি কর্মকর্তা বিকাশ দাস জানিয়েছেন তার বন এলাকাটি বেশিরভাগ জায়গা রোহিঙ্গা বসতি হয়ে গেছে তারপরেও যেটুকু  বনের জায়গা রয়েছে সেসব জায়গায় এলাকার অনেক চিহ্নিত পাহাড় খেখোরা‌ রোহিঙ্গা কিছু সন্ত্রাসীদেরকে নিয়ে রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি বিক্রি করে অন্যদিকে ডাম্পার দিয়ে বালি ও বিক্রি করে। তবে যারাই বনভূমির পাহাড়কে ধ্বংস করার পায়তাঁরা চালাচ্ছে তাদের কে চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে.

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তা ডিএফ ও সারোয়ার আলম জানিয়েছেন উখিয়া রেঞ্জ এলাকাটিতে পাহাড় কাটা অবৈধ স্থাপনা বনের জায়গা থেকে  ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন এবং গাছ চিড়ানোর  করাত কলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা হয় অবৈধ বিভিন্ন সরঞ্জাম, মামলাও দেওয়া হচ্ছে নিয়মিত তারপরেও থামছে না ভূমি দস্যু ও পাহাড় খেখোরা‌। হচ্ছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বন আইনের মামলা। গেল বছরে একশতেরও বেশি বনের বিভিন্ন অপরাধে মামলা হয়েছে। তারপরেও পাহাড় খেখো ভূমিদস্যুরা বেপরোয়া ভাবে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে তবে তাদের বিরুদ্ধে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।.

.

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ