কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১টি দেশীয় তৈরি শর্টগান ও ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড রাইফেলের গুলি, ৬ রাউন্ড কার্তুজ সহ ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন এপিবিএন।.
সোমবার ৩ এপ্রিল দুপুর ১ ঘটিকার সময় কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।.
আটক রোহিঙ্গারা হচ্ছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর মৃত জলিলের পত্র হাপিজ উল্লাহ, আমির হাকিমের পুত্র নুর ইসলাম ও সৈয়দ খহমদের পুত্র মোঃ জাবের। .
৮ এপিবিএনের মিডিয়া কর্মকর্তা ফারুখ আহমেদ জানান, ক্যাম্প কমান্ডার জনাব উক্য সিং নেতৃত্বে সহকারী ক্যাম্প কমান্ডার এএসপি রসুল আহমদ নিজামী, পুলিশ পরিদর্শক (নিঃ) সেলীম ও সঙ্গীয় ফোর্স সহ অস্ত্রধারী আরসা সন্ত্রাসী ও উখিয়া থানার মামলা নং- ৪৬, তারিখ- ২০/০৩/২৩, ধারা- ৩০২/৩৪ এর এজাহার নামীয় আসামী কে একটি দেশীয় তৈরী শর্টগান, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড রাইফেলের গুলি, ৬ রাউন্ড কার্তুজ সহকারে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।.
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।.
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান -
আপনার মতামত লিখুন: