স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল ও আলোচনা উদ্দীপন প্রধান কার্যালয় সহ ১০০৫টি শাখায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।.
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।.
উদ্দীপনের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার এর নেতৃত্বে পরিচালনা পর্ষদ সদস্য সাধারণ পর্ষদ সদস্য জোনাল, রিজোনাল ও শাখা অফিসসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়। আলোচনা সভায় সভাপিতিত্ব করেন উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার।.
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদ্দীপনের ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, পরিচালনা পর্ষদ সদস্য মো: মাহবুবুর রহমান, পরিচালনা পর্ষদ সদস্য ভবতোষ নাথ পরিচালনা পর্ষদ সদস্য শওকত হোসেন, পরিচালনা পর্ষদ সদস্য নাহিদ সুলতানা, সাধারনণ পর্ষদ সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, সাধারম পরিচালনা পর্ষদ সদস্য মিনা সরকার, সাধারণ পরিচালনা পর্ষদ সদস্য নাজির আলম, সাধারণ পরিচালনা পর্ষদ সদস্য ড. এম. এ মতিন, সাধারণ পরিচালনা পর্ষদ সদস্য রোকেয়া খাতুন, সাধারণ পরিচালনা পর্ষদ সদস্য ডা: আফতাব, সাধারণ পর্ষদ সদস্য ফজলুর রহমান এবং উদ্দীপনের প্রধান নির্বাহী বিদ্যুত কুমার বসু। সভা পরিচালনা করেন মো: সগির হোসেন পরিচালক, মাঠ পরিচালনা ও ব্যবস্থাপনা।.
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উদ্দীপনের দিবস উদযাপন কমিটি সভাপতি ও উদ্দীপনের পরিচালনা পর্ষদ সদস্য মো: মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদ্দীপনের প্রধান নির্বাহী পরিচালক বিদ্যুৎ কুমার বসু। এছাড়া আরো বক্তব্য রাখেন প্রভাষ চন্দ্র দাস কনসালটেন্ট এমএফপি, সৈয়দ মনির হোসেন উপ-পরিচালক এইচ আর এম এন্ড এইচ আর ডি, ফেরদৌসী বেগম উর্ধন, সহকারী পরিচালক-০১, আমজাদ হোসেন জেডএম রংপুর, প্রভাষ চন্দ্র দাস জেডএম কুমিল্লা, কবির হোসেন জেডএম বরিশাল। দোয়া পরিচালনা করেন মো: জাহিদুল ইসলাম সহকারী পরিচালক-০২।.
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মিহির কান্তি মজুমদার বলেন তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। তিনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। তিনি আরো বলেন, আমরা কথা ও পোষাকে নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আপদমস্তক একজন বাঙালি ছিলেন, বাঙালি জাতির মুক্তির ত্রাতা হিসেবে তিনি বাংলার মাটিতে জন্মেছিলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও মুক্তি ছাড়া তাঁর অন্য কোন ভাবনা ছিলোনা।.
উদ্দীপনের ভাইস-চেয়ারম্যান তাঁর বক্তৃতায়, জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনা করেন। প্রধান নির্বাহী তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি এবং অবিসংবাদিত নেতা। তাঁর মতো নেতা সমসাময়িক বিশ্বে ছিল বিরল। তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বাধীনতা উপহার দিয়েছেন। আলোচনা শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি, মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উদ্দীপন প্রধান কার্যালয়ে কর্মরত সকলে অংশগ্রহণ করেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: