• ঢাকা
  • রবিবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ঘর নির্মাণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৩১ পিএম;
কমলনগর,  পানি,  উন্নয়ন বোর্ড,  জায়গা, ঘর নির্মাণ
কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ঘর নির্মাণ

লক্ষ্মীপুরের কমলনগরে মসজিদের মুয়াজ্জিনের থাকার ঘরের নামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আবদুজ জাহেরের বিরুদ্ধে।.

এর আগেও তিনি ওই স্থানের পাশে ৫ টি দোকানঘর নির্মাণ করে গত ১১ বছর ধরে ভাড়া তুলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। .

 .

বৃহস্পতিবার (১৭ এপ্রিল)  উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কোম্পানি রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।খবর শুনে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার আবদুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশনা দেন। তবে তিনি ঘটনাস্থল থেকে যাওয়ার পরে নির্দেশনা অমান্য করে অভিযুক্ত জাহের  ঘর নির্মাণ কাজ চলমান রাখেন।.

এ ঘটনায় স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।.

 .

অভিযুক্ত আবদুজ জাহের একই এলাকার আজিজ বেপারি বাড়ির মৃত আলী হোসেনের ছেলে। তার অপকর্মের প্রতিবাদ করায় স্থানীয় অনেককে এর আগে একাধিক মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগও করেন স্থানীয়রা।.

 .

স্থানীয় মানিক,আবদুস শহিদ,জাহাঙ্গীর হোসেন সহ অনেকেই জানান, ২০১৩ সালের দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন কোম্পানি রাস্তার মাথায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে হাজী আলী হোসেন নামে একটি জামে মসজিদ স্থাপন করেন স্থানীয়রা। প্রতিষ্ঠার পর অভিযুক্ত আবদুজ জাহেরের বাবা মসজিদকে ১৫ শতক জমি দান করেন।সেই সুবাধে স্থানীয়রা জাহেরকেওই মসজিদের সভাপতি নির্বাচিত করেন।.

সভাপতি হওয়ার পরে সে মসজিদের অর্থ ব্যায় করে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পাশে মসজিদকে অবরুদ্ধ করে ৫ টি দোকানঘর নির্মান করেন। দীর্ঘ ১১ বছর ওই ৫ টি দোকান ঘর ভাড়া দিয়ে সেই টাকা মসজিদের ফান্ডে জমা না দিয়ে সে নিজেই তা আত্মসাৎ করেন।.

 .

স্থানীয়রা আরো জানান, এসব কারণে সম্প্রতি তাকে মসজিদের সভাপতির পদ থেকে অব্যহতি দেন মুসল্লিরা। সেই ক্ষোভ থেকে মুয়াজ্জিনের থাকার ঘরটি নিজের দাবি করে মুয়াজ্জিনকে রুম থেকে বের হওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।.

এছাড়াও মসজিদের জায়গা ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করতে নতুন করে সিমানা প্রাচীর করে ঘর নির্মান শুরু করেন।.

হাজী আলী হোসেন জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মো: আলী আহাম্মদ বলেন, আবদুজ জাহের মসজিদের সভাপতি থাকাকালীন সময়ে মসজিদের নানা অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর ঘটনা প্রমানিত হলে মুসল্লিরা তাকে সভাপতি থেকে অব্যাহতি দেন।.

 .

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার আবদুর রহিম বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দোকান ঘর নির্মানের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই।তাই দখলকারী আবদুজ জাহেরকে সতর্ক করে নির্মাণকাজ বন্ধ করে দেই।.

অভিযুক্ত আবদুজ জাহের এ বিষয়ে বলেন, মসজিদের মুয়াজ্জিনের থাকার জন্য একটি রুমের প্রয়োজন হওয়ায় নতুন করে আরেকটি ঘর নির্মাণের চেষ্টা করি।৫ টি দোকানঘর বিষয়ে তিনি আরো বলেন, এসব জায়গা অনেক নিচু ছিলো। নিচু জায়গা মাটি দিয়ে ভরাট করতে এবং দোকান নির্মাণ করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। তাই দোকানঘরের ভাড়ার টাকা আমিই নেই। .

 .

লক্ষ্মীপুরের জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ জামান জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেল প্রতিনিধি):

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ