• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কালীগঞ্জে স্প্রিটপানে তিনজনের  মৃত্যু অসুস্থ ৪ জন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪৭ পিএম;
কালীগঞ্জে স্প্রিটপানে তিনজনের  মৃত্যু
কালীগঞ্জে স্প্রিটপানে তিনজনের  মৃত্যু

বিএনএ  ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্প্রিটপানে তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের হারুনের ছেলে জাহাঙ্গীর হোসেন খা (৩৩), ঢাকালে পাড়ার খোকনের ছেলে রাজিব হোসেন (২৭) আড়াপাড়ার অনিল কুমারের ছেলে বিপুল (৪৫) ঘটনায় এখনো আশংকাজনক অবস্থায় পালিয়ে চিকিৎসা নিচ্ছে চার জন। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। জানা গেছে, বৃহস্পতিবার কালীগঞ্জ শহরের রেজা হোমিও হল থেকে স্প্রিট কিনে পান করেন মৃত ব্যক্তিরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা অসুস্থ হয়ে পড়ে। লোক জানাজানির ভয়ে তারা পালিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। একে একে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। কালীগঞ্জ শহরের কলেজ পাড়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। জাহাঙ্গীর হোসেন খার ভাই আলমগীর খা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার ভাই বাড়ি এসে গোঙাতে থাকে।.

মধ্যরাতে তিনি মারা যান। শুনেছেন তিনি স্প্রিট পান করেছিলেন। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, প্রথমে আমরা জনের মৃত্যুর খবর পেয়েছিলাম। পরে তিনজনের সত্যতা পেয়েছি। তিনি বলেন যারা এই অবৈধ স্প্রিট বিক্রির সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা উচিৎ। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, তারা তিনজনের মৃত্যুর কথা শুনেছেন। এদিকে রেজা হোমিও হলের মালিক ঘটনার পর থেকে গাঢাকা দিয়ে আছেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। উল্লেখ এর আগেও কালীগঞ্জে স্প্রিট মদ পানে ১৪ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ