• ঢাকা
  • মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কোটা বহাল রাখার দাবিতে ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভসহ মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ পিএম;
কোটা বহাল রাখার দাবিতে ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভসহ মানববন্ধন
কোটা বহাল রাখার দাবিতে ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভসহ মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধার সন্তান, পোষ্য ও নাতি-নাতনিদের সরকারি কার্যক্রমে কোটা বহাল রাখার দাবিতে বুধবার (১৭ জুলাই) দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।.


ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিনের আহবানে এবং মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড ও নাতি-নাতনি পোষ্যদের আয়োজনে সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয থেকে শতাতিক মুক্তিযোদ্ধাসহ তাদের স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিসহ পোষ্যরা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহর প্রদক্ষিণ করে।.


বিক্ষোভ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মুখ সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সর্থনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বুদু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ তাদের সন্তান, নাতি-নাতনি ও পোষ্যরা উপস্থিত ছিলেন।
 . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ