দিদারুল আলম: জিসান: কক্সবাজারের রামু থানাধীন খুনিয়াপালং দরিয়ারদীঘি এলাকা থেকে ইয়াবা এবং ইয়াবা বিক্রয়লব্ধ নগদ অর্থসহ তিনজন মাদক ব্যবসায়ী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার ২০২৩ খ্রীঃ অনুঃ ০৩.১০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার রামু থানাধীন ৯নং খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দরিয়ারদীঘি মৌলভী পাড়া এলাকায় এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তাদের নিকট হতে সর্বমোট ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৮,৬১,৮০০/- (আট লক্ষ একষট্টি হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ১। নেওয়াজ শরীফ (২৬), ২। মোঃ শরীফ ডালিম (২২), উভয় পিতা- বশির উল্লাহ, ৩। মোঃ কাউছার (২৫), পিতা- এহসান উল্লাহ, সর্বসাং- দরিয়াদীঘি, মৌলভী পাড়া, ইউনিয়ন- ০৯ নং খুনিয়াপালং, থানা- রামু, জেলা-কক্সবাজার জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ব্যবসার ডিলার হিসেবে কাজ করে এবং বিভিন্ন পন্থায় ক্রয়কৃত মাদক কক্সবাজারসহ বিভিন্ন এলাকা হতে আগত মাদক ব্যবসায়ীদের নিকট দীর্ঘ দিন ধরে বিক্রয় করে আসছে। অদ্য বিশ্বস্থ সূত্রে অবগত হয়ে ইয়াবা উদ্ধার সংক্রান্ত অভিযান পরিচালনাকালে ইয়াবা বিক্রয়ের নগদ ৮,৬১,৮০০/- টাকাসহ ৮০০০ পিস ইয়াবা র্যাব-১৫, ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল কর্তৃক ধৃত হয়। .
.
উল্লেখিত ঘটনায় মাদকের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: