ইমরান উদ্দীন স্টাফ রিপোর্টার কক্সবাজারঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অনারম্ভন পরিবেশের মধ্যে দিয়ে কক্সবাজার পাঠক প্রিয় দৈনিক গণসংযোগ পত্রিকার বার্ষিক বনভোজন ও মিলনমেলা শহরের সিঙ্গাপুর পার্ক এন্ড কমিনিউটিন সেন্টারে অনুষ্ঠিত হয়। ৬ মার্চ (বুধবার) ২০২৪ শীতের শেষ দিনে পত্রিকাটির ৯ উপজেলা ও শহরের ৩৫ জন সাংবাদিক এ আনন্দ আয়োজনে অংশ নেন।.
.
গণসংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সাইফুর রহিম নেতৃত্বে বার্ষিক এ আয়োজনটি অনুষ্ঠিত হলো। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অনুষ্ঠিত হয়। দিনভর এ আয়োজনে প্রধান অথিতি ও বিশেষ অথিতিদের অভিনন্দন ও সম্মাননা প্রদান করা হয়।
গনসংযোগ পত্রিকার অভ্যর্থনা কমিটির সদস্যরা অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় আলোচনা ও মত বিনিময় সভা, কর্মরত সাংবাদিকদের স্বল্পতম প্রশিক্ষণ, মধ্যহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠান। সর্বশেষে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। .
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দিন চৌধুরী—(পিপিএম), বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাংবাদিক ইউনিয়নের কক্সবাজার সভাপতি জিএম অ্যাডভোকেট আশেক উল্লাহ, দৈনিক গনসংযোগ পত্রিকার প্রধান সম্পাদক, আবু আদনান সাউদ, ইউএনএইচসিআর কক্সবাজার কর্মকর্তা জামাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন, গণসংযোগ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সাইফুর রহিম শাহীন, সঞ্চালনা করেন, পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন ও বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। .
প্রধান অথিতি অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, প্রতি বছর আনন্দ আয়োজনের আয়োজন করা হলে ভালো হয় বলে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা সারা বছর ব্যস্ত থাকেন। বছরের একটা দিন পত্রিকার সকল সাংবাদিক সদস্যরা এভাবে আনন্দে মেতে উঠবে। তিনি বলেন, গণসংযোগ পত্রিকার সাংবাদিকরা গত ৪ মাসে দুঃসাহসিক সংবাদ তোলে ধরেছে, যা অতুলনীয়। সাংবাদিক যদি এভাবে সঠিক তথ্য দিয়ে নিউজ করে, আমরাও পর্যটন জোনের অপরাধিদের আইনের আওতায় আনতে পারবেন। রিপোর্টারদের পেশাগত উন্নয়নের লক্ষে সাংবাদিকদের কর্মশালাসহ নানা আয়োজন করা দরকার। একই সাথে কক্সবাজার পর্যটন জোনের সম্মান ও ঐতিহ্যকে ধরে রাখতে কাজ করা দরকার। বর্তমানে বিশ্বে ফ্রি—ল্যান্স সাংবাদিকতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এখন ডিজিটাল প্লাটফর্মের যুগ। বিশ্বে সাংবাদিকতার উপর বড় বড় অনেক পুরস্কার ফ্রী—ল্যান্স সাংবাদিকরা পান। সাংবাদিকতার গন্ডী এখন অনেক বৃহত্তর পরিসরে ছড়িয়ে গেছে। এটি এখন আর প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি সাংবাদিকদের তথ্যবহুল বষ্ঠুনিষ্ঠ সাংবাদিকতার উপর আরো জোর দিতে বলেন। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দিন চৌধুরী—(পিপিএম) বলেন, দৈনিক গণসংযোগের সংবাদ জেলাজুড়ে জায়গা করে নিচ্ছে। সাংবাদিকরা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আপরাধিদের বিরুদ্ধে ব্যবস্থা খুবই সহজ। আর জেলার সকল অপরাধির পরিচয় কিংবা নানা ঘটনা সাংবাদিকদের কাছেই জানতে পারেন বলে তিনি মন্তব্য করেন। গণসংযোগ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সাইফুর রহিম শাহীন বলেন, অতি অল্প সময়ের মধ্যে এ আয়োজনটি করতে হয়েছে। হয়ত নানা ভুল ত্রুটি থাকতে পারে। তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবকিছু দেখার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। জেলার প্রতিটি উপজেলায় গণসংযোগ পত্রিকার প্রতিনিধি, স্টাফ রির্পোটার সরকারি বিভিন্ন দপ্তর ও সমাজের বিভিন্ন অনিয়মের তথ্য তোলে ধরার আহবান জানান।.
বিশেষ অতিথি জিএম আশেক উল্লাহ বলেন, যারা এ আয়োজনে অংশ নিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায়। সিঙ্গাপুর পার্কে একদিনের জন্য সাংবাদিকদের যে আয়োজন হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। একই সাথে তিনি পার্কের ব্যবস্থাপনা কমিটি, আয়োজক কমিটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামীতে অত্র পত্রিকার পরিবারের সদস্যদের নিয়ে বড় পরিসরে বনভোজন ও মিলন মেলা আয়োজনের পরিকল্পনা করার পরামর্শ দেন।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: