রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গাড়িতে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকেকে ঈদ মোবারক লিখা ১৭০ টাকার স্টিকার ও ১০০ টাকা চাঁদার ডিপারচার স্লিপ এবং চাঁদা আদায়ের নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া কাটাখালীর বাসিন্দা হাবলু চৌধুরী (৬৫) ও গোয়ালন্দের দৌলতদিয়া বাহিরচর এলাকার বাসিন্দা ফজলু মোল্লা (৪৯)।.
.
পুলিশ জানায়, মজনু সরদার নামে এক মাহিন্দ্রা মালিকের মৌখিক অভিযোগের ভিত্তিতে বিকেলে রাজবাড়ী ডিবি পুলিশ দৌলতদিয়া বাস টার্মিনালের কুষ্টিয়া বাস কাউন্টারের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ১৭০ টাকা চাঁদার ঈদ মোবারক লেখা স্টিকার ও ১০০ টাকা চাঁদার ডিপারচার স্লিপ ব্যবহার করে টাকা আদায় করা হচ্ছিল। এ সময় হাবলু চৌধুরী ও ফজলু মোল্লাকে আটক করা হয়।জব্দ স্টিকার ও স্লিপে রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিকশা/অটোটেম্পু মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদের (জুয়েল) সই করা। ঈদ উপলক্ষে সংগঠনের ব্যয় ও দুর্ঘটনা প্রতিরোধের ব্যয় বাবদ এ চাঁদা আদায় করা হচ্ছিল। আটকদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।.
.
রাজবাড়ী গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ডে নাইট নিউজ কে বলেন, এ বিষয়ে গোয়ালন্দ থানায় মামলা প্রক্রিয়াধীন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।.
ডে-নাইট-নিউজ / আল-আমিন খোকন
আপনার মতামত লিখুন: