আল-আমিন খোকন রাজবাড়ী জেলা প্রতিনিধি : কিছুদিন যাবত একটি প্রতারক চক্র অভিনব কায়দায় সাধারণ চাল কে অতি উচ্চমূল্যে ম্যাগনেটিক চাল বলে প্রচারণা চালিয়ে নিরীহ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতে নিয়ে আসেন। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এই প্রচারণা চালিয়ে আসেন প্রতারণার কাজে তারা গবেষনাগার ওষুধ কোম্পানি ও কেমিক্যাল ব্যবহৃত ভাইরাল ও মাইক্রো অতি আকর্ষণীয় করে একটি করে চাউল ব্যবস্থাপনা করে এবং একটিকে ম্যাগনেটিক চাল .
বলে প্রচার করে। উক্ত ভায়াল সেফটি টিউব গুলোকে সুন্দরভাবে সুকৌশলে কয়েকটি স্তরের কাগজ অ্যালমনিয়াম ফয়েলে সুন্দরভাবে জরিয়ে সুন্দরভাবে জরিয়ে সর্বস্তরের উপর টেপ পেচিয়ে আকর্ষণীয় করে মানুষের কাছে প্রতারণামূলক ভাবে বিক্রি করে.
বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। .
রাজবাড়ী জেলা পুলিশ এ ধরনের প্রতারক চক্রের গ্রেপ্তার তৎপরতা ছিল। এর ধারাবাহিকতায় গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানাধীন বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে অভিনব কায়দায় প্রতারক চক্রের এক সদস্য ক্ষিতীশ বিশ্বাস ( ৩৮) পিতা মারকণ্ঠ বিশ্বাস, সাং ও পোস্ট সারিয়া বক্স থানা মকসুদপুর জেলা গোপালগঞ্জকে সর্বমোট ২৮ টি ২ মিলি ভায়াল ও সাতটি মাইক্রো সেফটি টিউব পাওয়া যায় যার প্রত্যেকটির মধ্যে একটি করে পাওয়া যায় প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃত ব্যক্তি ঘটনা সাথে জড়িয়ে থাকার কথা স্বীকারও করেন এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।.
যার নম্বর ( ৬) তারিখ ৬-৪-২০২৩ ইন চক্রে জড়িয়ে অন্য আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: