নাসির মাহমুদ :লক্ষ্মীপুরের কমলননগরে দুই হাজার গ্রাহকের প্রায় ত্রিশ কোটি টাকা নিয়ে চর লরেন্স ডাচ - বাংলা এজেন্ট ব্যাংকিং কর্মকর্তারা গত সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সরজমিনে গিয়ে দেখা যায় , উপজেলার চর লরেন্স বাজারের ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখাটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ব্যাংকের সামনে একাধিক গ্রাহক, তাদের শুভাকাঙ্ক্ষী ও উৎসুক জনতা ভিড় করে রয়েছেন। গত চার দিন ধরে ব্যাংকের কোন দায়িত্বশীল কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। .
.
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ২০১৫ সালের দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ডাক্তার হাবিবুল্লাহর ছেলে মহিউদ্দিন কুতুবউল্লাহ লরেন্স বাজারে সোনালী ব্যাংকের নিচ তলায় ডাচ - বাংলা এজেন্ট ব্যাংক মেসার্স লাবিবা এন্টারপ্রাইজ শাখাটি চালু করেন । .
লক্ষ্মীপুর ডাচ বাংলা ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন মিয়া জানান তিনি ডাচ-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক কমলনগর উপজেলার এজেন্ট ব্যাংকের শাখাটি পরিদর্শন করেন এবং এই শাখার কার্যক্রম স্থগিত করা হয় মর্মে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন অভিযোগটি শুনেছি। বিষয়টি বুধবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। কমলনগর থানার অফিসার্স ইনচার্জ বলেন তদন্ত চলছে প্রতিবেদন হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: