২১/১০/২০২১ তারিখ ৩,০০০ পিস ইয়াবা সহ চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক পটিয়া'য় গ্রেফতার টেকনাফ এর ০২ জন ও গাজীপুর এর ০১ জন মাদক পাচারকারী, মামলা দায়েরঃ.
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী ফুলতলা ঈদ পুকুরিয়া রাস্তার মাথা ও পটিয়া থানাধীন কমলমুন্সীরহাট আনসার ক্যাম্পের পূর্ব পার্শ্বে চট্টগ্রাম শহরে পাচারকালে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা সহ টেকনাফের আব্দুল মোতলব (২৪) ও মোহাম্মদ আলম (২৫) এবং গাজীপুরের সজীব চন্দ্র শীল (২২) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যথাক্রমে চন্দনাইশ ও পটিয়া থানায় মামলা দায়ের করা হয়। .
আসামী (১) আব্দুল মোতলব (২৪), পিতাঃ গিয়াস উদ্দিন বাবুল, মাতাঃ জোসনা বেগম, সাংঃ মোলা পাড়া (হানিফের বাড়ি), ওয়ার্ড নং-০২, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে ১,৩০০ পিস ইয়াবাসহ ২১/১০/২০২১ সকাল ০৯ঃ১৫ ঘটিকায় গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়।.
আসামী- (২) সজীব চন্দ্র শীল (২২), পিতাঃ নীরন্জন চন্দ্র শীল, মাতাঃ ঝর্ণা রাণী শীল, সাংঃ তরগ্রাম (শীল বাড়ী), ওয়ার্ড নং-০৯, পোঃ তরগাঁও-১৭৩০, তরগাঁও ইউনিয়ন পরিষদ, থানাঃ কাপাসিয়া, জেলাঃ গাজীপুর। তাকে ৭০০ পিস ইয়াবাসহ ২১/১০/২০২১ সকাল ০৮ঃ৪৫ ঘটিকায় গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়।.
আসামী (৩) মোহাম্মদ আলম (২৫), পিতাঃ হাবিবুর রহমান, মাতাঃ হালিমা খাতুন, সাংঃ মহেশখালীয়া পাড়া, ওয়ার্ড নং-০৫, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে ১,০০০ পিস ইয়াবাসহ ২০/১০/২০২১ রাত ০৮ঃ১৫ ঘটিকায় গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: