• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জমি চাষ করতে বেড়িয়ে এলো ভগ্নদশা কষ্টিপাথরের মূর্তি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৪৩ পিএম;
জমি চাষ করতে বেড়িয়ে এলো ভগ্নদশা কষ্টিপাথরের মূর্তি
জমি চাষ করতে বেড়িয়ে এলো ভগ্নদশা কষ্টিপাথরের মূর্তি

দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে হাল চাষের সময় ভগ্নদশা একটি কষ্টি পাথরের মূর্তি পেয়েছেন রায়হান আলী নামের এক কৃষক। .

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৮টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই বাঘধরা মোড় এলাকায় জমি চাষের সময় সেটি পান তিনি। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সহ¯্রাধিক নারী-পুরুষ ভিড় জমান এই মূর্তিটি দেখতে। তবে এটি সনাতন ধর্মালম্বীদের কোনো দেব-দেবীর মূর্তি কি-না সেটি নিশ্চিত করা যায়নি। .

জানা যায়, সকাল ৮টার দিকে ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে কৃষক রায়হান আলী (৩০) তার জমিতে হাল চাষের সময় ভগ্নদশার একটি মূর্তি দেখতে পান। এ সময় এলাকার জাহিদুল ইসলাম হেলাল ও মো. অশিক ঘটনাটি জানার পর স্থানীয় গ্রাম পুলিশকে জানান। পরে ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রবিউল ইসলাম কষ্টি পাথরের মূর্তিটি কৃষক রায়হান আলীর কাছ থেকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমালের কাছে জমা দেন।.

কৃষক রায়হান আলী বলেন, জমিতে হাল চাষ করার সময় ভগ্নদশার মূর্তিটি দেখতে পেয়ে প্রতিবেশি জাহিদুল ইসলাম হেলাল ও অশিক জানিয়েছি। তারা পরে গ্রাম পুলিশকে খবর দিলে। গ্রাম পুলিশের কাছে আমি মূর্তিটি হস্তান্তর করি।  
 
গ্রাম পুলিশ রবিউল ইসলাম বলেন, কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে তাঁর নিদের্শনা অনুযায়ী মুর্তিটি জব্দ করে তাঁর কাছে জমা দেওয়া হয়েছে। .

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, কষ্টি পাথরের ভগ্নদশা মূর্তিটি সংরক্ষণের জন্য কাষ্টডিয়ান, প্রতœতত্ত্ব অধিদপ্তর, কাহারোল, দিনাজপুরের কাছে প্রেরণ করা হয়েছে। তবে মূর্তিটি মূল্য নির্ধারণ করা যায়নি।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ