• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে যাকাত ফান্ডের টাকা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৮ পিএম;
ঝিনাইদহে যাকাত ফান্ডের টাকা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক
ঝিনাইদহে যাকাত ফান্ডের টাকা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার উদ্যোগে জেলার দুস্থদের স্বাবলম্বী মাঝে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন একশ বত্রিশ জনের মাঝে ৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়। .

এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনিরা বেগম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ এন এম শাহ জালাল ও ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন। .

অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, ছাত্রবৃত্তি, চিকিৎসা, গৃহ মেরামত, হাঁস মুরগি পালন ও ছাগল-গরু পালনের মাধ্যমে স্ববলম্বি হওয়ার জন্য যাকাতের এই অর্থ বিতরণ করা হয়। জানা গেছে, প্রতি উপজেলা থেকে দুই জন করে মোট ১২ জনকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে ১ লাখ ৮০ হাজার টাকাসহ সর্বমোট ১'শ ৩২ জনকে ৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়।.

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারি যাকাত ফান্ডের টাকা প্রকৃত যাকাত পাওয়ার হকদারদের মধ্যে বিতরণ করার কারণে যাকাত দাতাগণ আস্থার সাথে এই ফান্ডে যাকাত প্রদান করে থাকেন। যাকাতের টাকা দিয়ে এই জেলার অনেক দুস্থ ও অসহায় মানুষকে স্বাবলম্বী করা সম্ভব হচ্ছে। .

যাকাত গ্রহীতার উদ্দেশ্যে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, যাকাতের টাকা আপনারা সুবিধামতো ব্যবসায়ের বিনিয়োগ করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ভবিষ্যতে এ ব্যবসা থেকে আপনারা যাতে স্ববলম্বি হতে পারেন।.

.

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ