নীলফামারীর ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সারে ১১-টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। দেশে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয় ভাবে উদ্যাপিত করা হচ্ছে। বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবে নানা আয়োজনের মধ্যে বাংলাদেশের ‘মঙ্গল শোভাযাত্রা’ মানবসভ্যতার প্রতিনিধিত্বশীল সংস্কৃতি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। সরকারী নির্দেশ অনুযায়ী এবছর রমজান মাস হওয়ায় বাংলা নববর্ষ ১৪২৬ এর কার্যক্রম শুধু দিনব্যাপী করা হবে। সকাল থেকে বিকেল ৩টার মধ্যে বৈশাখী উৎসবের কার্যক্রম সমাপ্ত করতে হবে।.
পরে বিগত বছরের কার্যবিতরণী তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। এবছর পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উন্মুক্ত আলোচনা করেন উপস্থিত বক্তারা আলোচনা সাপেক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।.
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, সোনালী ব্যাংক ডিমলা উপজেলা শাখা ব্যবস্থাপক রুহুল আমিন, ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হক, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ আয়শা খাতুন, ডিমলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। . .
ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: