• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় সুপারির বাম্পার ফলন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:০৪ পিএম;
ডিমলায় সুপারির বাম্পার ফলন
ডিমলায় সুপারির বাম্পার ফলন

নীলফামারীর ডিমলায় এবার সুপারির ফলন ভাল হয়েছে। ভাল ফলনের পাশাপাশি ভাল দামে বাজারে সুপারি বিক্রি হচ্ছে। বর্তমানে বাজারে বড় সুপারি ৫০০ টাকা দরে পণ (২০) হালি বিক্রি হচ্ছে। মাঝারি সুপারি ৩০০ টাকা ও ছোট সাইচ সুপারি ২০০ টাকা পণ দরে বিক্রি হচ্ছে।.

সুপারি ভাল দাম পেয়ে সুপারী চাষীদের মুখে হাসি ফুটেছে। উপজেলার কম বেশি সব এলাকায় ছোট, বড় ও মাঝারি সুপারির বাগান রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে সুপারির বাম্পার ফলন হয়েছে। বেশ কয়েক বছর ধরে সুপারির বাজার মুল্য ভাল থাকায় অনেক কৃষক সুপারি চাষ শুরু করেছেন। বাড়ির আশ পাশ ছাড়াও অনেকে পড়ে থাকা জমিতে সুপারির চাষ করছেন।.

 শনিবার (৮-মে) সরজমিনে দেখা যায় উপজেলার কলোনির হাটে সুপারি বেচা-কিনা জমে উঠেছে। দুর দুরান্ত হতে সুপারি পাইকাররা এসেছেন সুপারি ক্রয় করতে।.

স্থানীয় সুপারি ব্যবসায়ী আলমগীর ইসলাম জানান, এই হাটের সুপারি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এই এলাকার সুপারি বেপারীরা নিজ এসে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে ক্রয় করে ট্রাক ও বাস যোগে নিয়ে যাচ্ছে। এই এলাকার সুপারী দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া সুপারির বাজার ভাল রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়।. .

ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ