• ঢাকা
  • মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানী পল্লীতে ক্রেতা লাঞ্চিত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০৭ পিএম;
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানী পল্লীতে ক্রেতা লাঞ্চিত 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানী পল্লীতে ক্রেতা লাঞ্চিত 

 .

 .

সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া জামদানী পল্লীতে ডালিয়া নামের এক ক্রেতা শারিরীকভাবে লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, ভিডিওতে দেখা যায়- নোয়াপাড়া জামদানী পল্লীর সার্মস জামদানী হাউজের দোকানদার একজন ক্রেতার সাথে রাগান্বিত হয়ে কথা বলছে এবং ভিডিও করার কারনে আক্রমনাত্মক ভাবে এগিয়ে এসে ভিডিও করতে বাধা দিচ্ছে। ০৯ সেকেন্ডর এই ভিডিওটি মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভুক্তভোগী ঐ ক্রেতার নাম ডালিয়া বলে জানা যায়।.

 .

উক্ত ঘটনার পরপর ভুক্তভোগী ডালিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোন প্রকার যোগাযোগ করা যায়নি। ভুক্তভোগী ডালিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটর ও নারী উদ্যেক্তা। অভিযুক্ত সুমাইয়া এবং তার স্বামী রায়হান জানায়- ডালিয়াসহ কয়েকজন জামদানী পল্লীতে এসেছিলো কেনাকাটা করার জন্য, এক পর্যায়ে তারা স্থানীয় একজন জামদানী বিক্রেতার মাধ্যমে সার্মস জামদানী ঘরে আসে শাড়ীর লেইস লাগানোর জন্য, স্থানীয় ঐ জামদানী বিক্রেতা লেইস লাগানোর মুজুরী নির্ধারণ করে দিয়ে চলে যায়, লেইস লাগানোর পর পূর্বনির্ধারিত মূল্য থেকে কিছু কম দিতে চায় ডালিয়া, মুজুরী কম দেয়া নিয়ে প্রথমে সার্মস জামদানীর মালিক রায়হান ও তার স্ত্রী সুমাইয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়, রায়হান তার স্ত্রী সুমাইয়াকে চুপ থাকতে বলে, এমন সময় ডালিয়া ভিডিও করতে গেলে সুমাইয়া মেজাজ হারিয়ে ফেলে এবং ভিডিও করতে বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে ডালিয়ার গলায় ও হাতে নোখের আচড় লাগে। অভিযুক্ত সুমাইয়ার স্বামী আরো জানায়- উক্ত ঘটনার পরপর আমরা তাৎক্ষণিকভাবে ক্রেতার কাছে ক্ষমা চাই এবং সুমাইয়ার সাথে বিষয়টি মিমাংসা করে নেই, কিন্তু ক্রেতা ডালিয়া হয়তো সন্তুষ্ট হয় নাই যার কারনে তিনি উক্ত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন।.

 .

স্থানীয় এলাকাবাসী জানায়- একজন ক্রেতার সাথে এরকম আচরন করা দোকানদারের জন্য কোনভাবেই মানায় না, এখানে সুমাইয়া চরম অন্যায় করেছে এবং পরবর্তীতে মাফ চেয়েছেন।.

এদিকে ভুক্তভোগী ডালিয়া ও তার স্বামী নিকটস্থ থানায় গিয়ে বিষয়টি অবহিত করলে থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পুলিশ পাঠায়,  পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত সুমাইয়া জামদানী ঘর বন্ধ দেখতে পায়, পরবর্তীতে  এলাকাবাসীর সহায়তায় ঘটনার সুষ্ঠু বিচারের সিদ্ধান্ত হয়। এসময় ভুক্তভোগী ডালিয়া ও তার স্বামী ক্ষমতাবলে অভিযুক্ত সুমাইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে বলে জানা যায়। বর্তমানে সার্মস জামদানী ঘর বন্ধ আছে।. .

ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার 

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ