যশোরের শার্শায় দুটি ব্রীজ নির্মাণ কাজের ধীরগতিতে চরম ভোগান্তিতে পড়েছে দুপাড়ের হাজার হাজার মানুষ। এতে চলাচলে নানাবিধ সমস্যাসহ ব্যবসা-বাণিজ্যে চরম লোকসানে এ অঞ্চলের মানুষেরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতায় ধীরগতিতে ব্রীজের কাজ করায় আগামী বর্ষা মৌসুমে ভোগান্তি তুঙ্গে। ইঞ্জিনিয়ারের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুততার সহিত কাজ করার তাগিদ প্রদান করা হচ্ছে। .
শার্শার নাভারণ-গোড়পাড়া সড়কের বেতনা নদীর উপর কাজিরবেড় ও গাতিপাড়ায় দুটি ৬০ মিটার লম্বা ব্রীজ নির্মাণ কাজের আদেশ পায় যশোরের আইসিএল প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ব্রীজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ১১ লাখ টাকা। ৯ জানুয়ারি ২০২২ এ কাজ শুরু হয়ে আগামী ৩ জুলাই ২০২৩ এ শেষ করার তারিখ নির্ধারণ করেছে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি)। কাজ শুরু করায় এ পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে।.
কাজের ধীরগতিতে যাতায়াত ও এলাকায় উৎপাদিত নানা কৃষিপণ্য আনা-নেওয়ার বিঘ্ন সৃষ্টি হওয়ায় আর্থিক ভাবে চরম ক্ষতির মুখে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ পরিস্থিতিতে দীর্ঘদিন কষ্টের মধ্যে না পড়তে হয় সে জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রতি আহবান জানান স্থানীয় ও এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ।.
শার্শা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান জানান, ব্রীজ দুটির নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য চিঠি দিয়ে জানানো হয়েছে। তাগাদা দেওয়া হচ্ছে এবং কাজ চলমান আছে। আশা করি ব্রীজ দুটি দ্রুতই শেষ করা সম্ভব হবে।. .
ডে-নাইট-নিউজ / জসীম উদ্দীন, বেনাপোল প্রতিনিধি।
আপনার মতামত লিখুন: