এস এম জজ মিয়া, ক্রাইম রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা এরিয়া তিন নং মোগড়া ইউপির অন্তর্গত মোছাঃ মিনারা বেগম (৬২) স্বামী মৃত ইসহাক মিয়া, সাং নয়া দিল থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া,। বিগত ২২/০৯/২০২২ ইং আখাউড়া থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে আসামী করা হয়েছে পাঁচজন কে! সাক্ষী করা হয়েছে তিনজন কে, জবর দখলকারী চক্রের নেতা মোঃ কামাল মিয়া পিতা মৃত মহিউদ্দিন ড্রাইভার। তথ্য অনুসন্ধানী ক্রাইম রিপোর্টার সরে জমিনে পর্যবেক্ষণ করিতে কামাল মিয়ার গ্রামে সাং টানোয়ার পাড়া অবস্থান করে অনেক না জানা ঘটনার তথ্য পাওয়া যায়! এদিকে বৃদ্ধা মহিলা মিনারা বেগমের অভিযোগ থানা পুলিশ আমলে নেয়নি। খুজ নিয়ে জানা যায় ভূমি খেকু কামাল মিয়া বৃদ্ধা মহিলার অভিযোগে ক্ষুব্ধ হয়ে নিজ মেয়ে দ্বারা একটি মিথ্যা,বানোয়াট মামলা দায়ের করে,বৃদ্ধা মহিলার এক মাত্র ছেলে আমিনকে আসামী করে। বর্তমান আমিন কারাগারে বন্দী জীবন যাপন করিতেছে। তথ্য অনুসন্ধানে জানা যায় উক্ত ঘটনার পর বার বার একাধিক বার কামাল মিয়া গং পুরুষ শূন্য বাড়িতে প্রবেশ করে বৃদ্ধা মহিলাকে হুমকি দামকি দিচ্ছে বলে জানায় অত্র এলাকার নিরীহ বাসিন্দারা, এদিকে বরাবর অফিসার ইনচার্জ আখাউড়া থানা গত ২৪/০৯/২০২২ অভিযোগ করে সালমা আক্তার এত সবের পড়েও থানা পুলিশ অভিযোগ আমলে নেয়নি। .
খুজ নিয়ে জানা যায় মোছাঃ মিনারা বেগমের পাঁচ ছেলের মধ্যে চারজন প্রবাসে আছে একজন বাড়িতে থাকে। মোঃ কামাল মিয়া গং একটি প্রভাবশালী মহলের ঈশারায় পুরুষ শূণ্য বিশাল আকারের বাড়িটি দখল করতে চাই। মোছাঃ মিনারা বেগম বলেন একটি মিথ্যা মামলার আসামি আমার ছেলে হওয়ার কারণে আমি সহ আমার মেয়েরা সমাজের বিত্তশালী সাহেব সরদারের নিকট দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। এবিষয়ে অনেকেই বলেন মোটা অংকের টাকা ছাড়া এই মামলা থেকে অব্যাহতি পাওয়া যাবেনা! সাহেব সরদারগণ আমাদের কথা আমলে নেয়নি, কামাল মিয়ার গ্রামে এক কৃষক বলেন, কিছু দিন আগে কামালের ছোট মেয়েকে নিয়ে আমিন এর ব্যাপারে দেন-দরবার করেছিলো কামাল মিয়া ঐ ঘটনা সুবিধা করতে না পেরে এখন তার বড় মেয়েকে ব্যবহার করে। অসহায় যুবক আমিনকে হয়রানি করা হচ্ছে,গত কয়েক দিন আগে ও তাদের বাড়ীতে প্রবেশ করে মারধর করে কামাল গংরা, প্রভাবশালীদের পরোক্ষ মদদে কারো পরোয়া করেনা, এই চক্রটি এদের সাথে জড়িত সমাজের নামিধামী জনপ্রতিনিধি। এ বিষয়ে মোছাঃ মিনারা বেগম বলেন একাধিক বার অভিযোগ করার পরেও থানা পুলিশ কোন পদক্ষেপ নেয়নি, তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ আমি কামনা করছি! মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের তদন্ত সংস্থা গুলোর সঠিক তদন্তে সত্য উদঘাটন হবে বলে আমার বিশ্বাস। আমরা চাই বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার হউক। . .
ডে-নাইট-নিউজ / এস এম জজ মিয়া, ক্রাইম রিপোর্টার
আপনার মতামত লিখুন: