• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১৪ আসামী গ্রেফতারী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:০৯ পিএম;
পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত  ১৪ আসামী গ্রেফতারী
পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১৪ আসামী গ্রেফতারী

স্টাফ রিপোর্টার: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নের্তৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।.

 .

এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একাধিক আভিযানিক দল অফিসার ইনচার্জ  গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় অদ্য ১৯/০৫/২০২৩খ্রিঃ তারিখ রাতভর অভিযান করিয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিযনে অন্তর্গত দনা রাতাছড়া পাহারি জনপদ ও থানার বিভিন্ন এলাকা হইতে কানাইঘাট সিআর-৩৬৬/২১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ১. লোকমান(২৫), ২. ময়নুল(২৭), ৩. আব্দুল হান্নান(৪০), ৪. জয়নাল(৩০), সর্ব পিতা-মৃত আব্দুল করিম, ৫. সাদ্দাম হোসেন(২৫), পিতা-আব্দুর রহিম, সাং-দনা রাতাছড়া, এনজিআর- ৫১/২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ৬. জামাল উদ্দিন(৪৮), ৭. আজির উদ্দিন(৪৬), ৮. আলিম উদ্দিন(৩৮), ৯. শাহাব উদ্দিন(৫০), সর্ব পিতা-মৃত মুশাহিদ আলী, ১০. আলী আহমদ(৩২), পিতা-শাহাব উদ্দিন, সাং-মুক্তাপুর উত্তর, কানাইঘাট জিআর- ১৮৬/২০১০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ১১। কামাল উদ্দিন, পিতা- মৃত হবিবুর রহমান, সাং- তিনচটি নয়াগ্রাম, কানাইঘাট নন-জিআর- ১৬/২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ১২। সেলিম উদ্দিন (৩১), পিতা- মুহিবুর রহমান, ১৩। মুহিবুর রহমান (৫৬), পিতা- মৃত হাজী হরমুজ আলী, উভয় সাং- খালপাড়, সর্ব থানা-কানাইঘাট, জেলা-সিলেট এবং কানাইঘাট থানার জিআর- ৪৮/২৩ এর আসামী ১৪। রউফ মিয়া @  রুহুল আমিন (৩০), পিতা-মৃত তোয়াহিদ আলী, গ্রাম- লালার চক (পশ্চিম) , থানা- কানাইঘাট, জেলা -সিলেটদেরকে গ্রেফতার করে।.

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ