দিনাজপুরের ফুলবাড়ীতে প্রকৃতির বৈরী আচরণে বর্ষার এই সময় অনাবৃষ্টিতে প্রখর তাপদাহে পুড়ছে ফসল। সেই ফসল রক্ষার্থে কৃষিবিভাগ বরেন্দ্রকে চিঠি দিলে ব্যক্তিগত গভীর-অগভীর নলকূপ চালুর অনুরোধ জানানি মাইংকি করাসহ গত দু’দিনে ১৪টি সেচ চালু করেছে বরেন্দ্র কর্তৃপক্ষ। .
গত মঙ্গলবার (২৫ জুলাই) পত্রপত্রিকায় সংবাদ প্রকাশে পর ওইদিন সকাল থেকে মাইকিংসহ জরুরি সভায় বসেন উপজেলা সেচ কমিটি। .
দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আয়োজিত জরুরি সভায় উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমালের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী একেএম আব্দুল মঈনসহ সেচ কমিটির ১১ জন্য সদস্য। .
উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উপজেলায় বরেন্দ্রর মোট ১১২ টি গভীর নলকূপ রয়েছে। তারমধ্যে ৫৬টি নলকূপ সারাবছর চালু থাকে। অনাবৃষ্টির কারণে সফলের ক্ষতি হওয়ায় গত দু’দিনে আরো ১৪ টি নলকূপ চালু করা হয়। এছাড়াও বাকি নলকূপগুলো প্রক্রিয়াধিন রয়েছে। সভায় সিদ্ধান্তানুযায়ী সেগুলোও দ্রুত চালু করা হবে। .
উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, সাধারণত রোপা আমন আবাদে সেচের ব্যবহার হয়না। বর্ষার মৌসুমে এই আবাদটি হয় তাই জমিতে পর্যাপ্ত পানি থাকে। কিন্তু অনাবৃষ্টির কারণে জমি ফেটে চৌচির অবস্থা। তাই এ বিষয়ে জরুরি সভা করেছে সেচ কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বরেন্দ্রের সেচ চালুসহ সকল ব্যক্তিমালিকানাধিন সেচ মালিককে অনুরোধ জানানো হয়েছে তাদের সেচগুলো চালুর ব্যবস্থাগ্রহণ করতে। .
উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী একেএম আব্দুল মঈন বলেন, ১১ সদস্য বিশিষ্ট সেচ কমিটি সভার মাধ্যমে সেচ দ্রুত চালুকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও উপজেলার ব্যক্তিমালিকানাধিন সেচ মালিকদের সেচ চালু করতে অনুরোধ জানানো হয়েছে।.
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, প্রচ- খরার কাররণে কৃষকরা জমিতে হাল চাষ দিতে পারছেন না। তাই সম্পূরক সেচ চালু করতে ইতোমধ্যে বরেন্দ্রকে চিঠি দেয়া হয়েছিল। উপজেলা সেচ কমিটি সভার মাধ্যমে বরেন্দ্রর সেচ চালু করার সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে। .
উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, মাইকিং করে ব্যক্তি সেচ মালিকদের সেচ চালু করতে অনুরোধ জানানো হচ্ছে। এছাড়াও উপজেলা সেচ কমিটি সভা করে বরেন্দ্রর সেচগুলো চালুর সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: