‘সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভোবনে স্থানীয় সরকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনসহ তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। .
দিবসটি উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের উদ্যোগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। .
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। ‘সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভোবনে স্থানীয় সরকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।.
এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাএছার উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান প্রমুখ।.
মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সরকারি ৩০ টি দপ্তর স্টল নিয়ে অংশ নেন।.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: