• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫৮ পিএম;
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও  শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার বিতরণ
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার বিতরণ

'স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার  উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।.

এতে ভেটেনারী সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম,  বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা রীতা রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।.

খামারীদের মধ্যে বক্তব্য রাখেন এসএম রজব আলী, সিহাব আল সাদিক, মো. জাকারিয়া প্রমুখ। প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা ৩০টি স্টলে তাদের গবাদি পশু নিয়ে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারীদের হাতে পুরস্কার  ও সনদপত্র তুলে দেন অতিথিদ্বয়।.

 এ সময় ফুলবাড়ী প্রেসক্লাব সসহসভাপতি,  সাধারণ সম্পাদক,  সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও বিভিন্ন প্রাণি পালনকারী, খামারি, গবাদি পশু পালনকারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ব্যাপক সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ