দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার (৬ মার্চ) উপজেলার শিবনগর ইউনিয়নের চককবির বকুলতলা মোড়ে ১০টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে যায় ৩২০ পণ খড়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ২৮ হাজার টাকা।.
জানা যায়, চককবির বকুলতলা মোড়ের একটি খোলায় (ফাঁকাস্থানে) খড় পালা করে রেখেছিলেন ওই গ্রামের কিছু কৃষক। তাদের মধ্যে রোস্তম আলী খড় ছিল ৮০ পণ, শমশের আলীর ৬০ পণ, মো. রেজওয়ানের ৫০ পণ, আবেদুল ইসলামের ২০ পণ, মোকছেদ আলীর ৩০ পণ, মহিবুলের ৪০ পণ ও শরিফুলের ৪০ পণ। দুপুরে সকলে নামাজে গেলে আনুমানিক সময় দেড়টায় দুর্বৃত্তরা সেখানে থাকা ১০ টি খড়ের পালায় আগুন জ্বালিয়ে দেয়। এতে সবকয়টি খড়ের পালায় আগুন জ্বলতে থাকে। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।.
আগুণে ক্ষতিগ্রস্ত রোস্তম আলী, শমশের আলী ও মো. রেজওয়ান বলেন, আমরা সকলে নামাজের জন্য মসজিদে গেলে এরই সুযোগ নিয়ে কে বা কাহারা শত্রুতামূলকভাবে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে দেন। এতে আমাদের প্রায় শোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে। পোড়া খড়গুলো আর বিক্রিও হবে না, গরুও খাবে না। এগুলো এখন জ্বালানি হিসেবে ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় নেই। .
ফুলবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা লিডার ওপেন্দ্র নাথ রায় বলেন, চককবির এলাকায় আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা আগুন নিভিয়ে দেন। এতে ১০ টি খড়ের পালা পুড়ে গেছে। একইসময়ে উপজেলার বেতদিঘী ইউনিয়নের আটপুকুর উত্তরপাড়া গ্রামের খড়ের পালায় আগুন লাগলে ফায়ার কর্মীরা সেখানেও গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: