দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম প্রামাণিকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদান করে সংবাদ সম্মেলনের নামে সম্মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। .
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় খাজাপুর গ্রামের নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন এলুয়াড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রারাসার সহসভাপতি আব্দুস ছালাম প্রামাণিক।.
এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গত মঙ্গলবার (৫ মার্চ) দেশের বিভিন্ন গণমাধ্যমে ‘প্রতিবন্ধীর ওপর হামলা ও নির্যাতন বিচারের দাবিতে সংবাদ সম্মেলন’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে তা আমার দৃষ্টিগোচর হয়। সামাজিক ও রাজনৈতিকভাবে আমার সম্মানহানীসহ হেয়পতিপণœ করতে এলাকার মাদকাসক্ত, মাদক কারবারী তাজুল ইসলাম মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে। সে শিশু-কিশোরদের মাধ্যমে মাদক রি করে থাকে। এ ব্যাপারে প্রতিবাদ করায় গত সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টায় আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি খবর পেয়ে আমাকে গালাগালাজের কারণ তার কাছে জানতে গেলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়। তখন আমার সাথে থাকা আমার ভাতিজা ও স্থানীয়রা তাকে তার বাড়িতে নিয়ে যায়।
সাংবাদ সম্মেলনের মাধ্যমে মাদক ব্যবসায়ী তাজুল ইসলাম যে প্রকাশ করেছেন যে, ওইদিন সকাল ১০টায় আমি ও আমার ভাজিতা আসাদ প্রামাণিক জমি রেজিস্ট্রি দেয়ার কথা বলে তার কাছে ১ লাখ টাকা ধার চাওয়ার ঘটনা, প্রাণনাশসহ বাড়ীতে হামলার হুমকি প্রদানের বিষয়টি সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। সে যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল সেটি মাদক সিন্ডিকিটের প্লানমাফিক। সামাজিক ও রাজনৈতিকভাবে আমার সম্মানহানীসহ হেয়পতিপণœ করতে এলাকার মাদকাসক্ত, মাদক কারবারী তাজুল ইসলাম মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে। .
তিনি আরো বলেন, খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রারাসার ২৫ শতক জমি তাজুল ইসলাম ক্রয় করে। কিন্তু আইনি জঠিলতার করণে তাকে জমিটি রেজিস্ট্রি দিতে পারছে না মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে জমিটি তার ভোগ দখলেই আছে। যেহেতু জমি রেজিস্ট্রি দেয়া সম্ভব হচ্ছে না, সেহেতু বিষয়টি সমাধান করতে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।.
এসময় উপস্থিত ছিলেন খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রারাসার সুপার মাহাবুবুর রহমান, বিআরডিবির সভাপতি মশিউর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য আবুল মালেক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, খতিব হাফেজ কোরবার আলী, মিনহাজুল ইসলামসহ অর্ধশত বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন। .
খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রারাসার সুপার মাহাবুবুর রহমান বলেন, তাজুল ইসলাম ২০১৫ সালে মাদ্রাসার জমি ক্রয় করে। কিন্তু আইনী জঠিলতার কারণে জমিটি তাকে রেজিস্ট্রি দেয়া সম্ভব হচ্ছে না। জমিটি তৎকাল হতে অদ্যবধি সে ভোগদখল করে আসছে। অতিসত্ত্বর তাজুল ইসলামকে জমি ক্রয়ের মূল্য ফেরত দেয়া হবে। .
উল্লেখ্য, মঙ্গলবার (৫ মার্চ) ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী তাজুল ইসলাম তার ওপর ওপর হামলা ও নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: