‘সুখে ভরবে আগামীর দিন, পেনশন এখন সর্বজনীন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।.
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।.
এতে সহকারী শিক্ষক মো. হারুন উর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাদের হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন।.
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, প্রধান শিক্ষক সামিউল ইসলাম, প্রধান শিক্ষক একেএম আসাদুজ্জামান কনক, প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা প্রমুখ।.
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: