দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ৮০০ দুস্থ শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। .
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৯৮৬ বর্ষের ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন কোরাম ৮৬ এবং স্থানীয় টি-এম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা কিডনী সেন্টারের যৌথ উদ্যোগে কিডনী সেন্টার চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি-এম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা কিডনী সেন্টারের যৌথ উদ্যোগে কিডনী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. মোশাররফ হোসেন বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা কিডনী সেন্টারের পরিচালক সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান মাসুদ। এছাড়াও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো. মোকাররম হোসেনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন প্রমুখ উপস্থিত ছিলেন।.
টি-এম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা কিডনী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. মোশাররফ হোসেন বাবু বলেন, বিগত বছরগুলোর মতোই এ বছরও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৯৮৬ বর্ষের ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন কোরাম ৮৬ এবং স্থানীয় টি-এম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা কিডনী সেন্টারের যৌথ উদ্যোগে দুস্থ শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা বিভিন্ন এলাকার দুস্থ ও এতিম শীতার্তদের মাঝে শীতবস্ত্র কার্যক্রম অব্যাহত থাকবে। . .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপনার মতামত লিখুন: