
মো: উজ্জ্বল আহমেদ:- সিআইডির সাইবার পুলিশ সেন্টার সূত্রে জানা যায়, ১৪ থেকে ৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি অভিযোগ আছে এমন: 01979-632998 অধিকাংশ অভিযোগই যৌন হয়রানি নিয়ে। প্রথমে ফেসবুকে অশ্লিল ছবি দিয়ে হায় হ্যালো পরে ছবি আদান প্রদান।.
.
.
এরপরই মেসেন্জারে মোবাইল নাম্বার শেয়ার ব্যাস ১০ মিনিট ১০০/- ২০ ২০০/- ৩০ মিনিট ৩০০/- ঘন্টা ৫০০/- এভাবে বলে সাধারণ মানুষদের বিকাশ নাম্বার দেয়া হয় টাকা পাঠানোর সাথে সাথে তাদের বল্ক করে দেয়া হয়। এর মধ্যে আছে বিদ্বেষ ছাড়নো, ছবি কেটে অশালীন ছবিতে বসানো, তরুণীদের যৌন হয়রানির হুমকি, ফেসবুক আইডি হ্যাক করে বাজে পোস্ট, অসামাজিক আবদার ইত্যাদি। পাশাপাশি মোবাইল ব্যাংকিং প্রতারণা, গুজব ও অনলাইন পণ্য কেনা নিয়েও প্রতারণার অভিযোগ আছে।.
সর্বশেষ নিম্ন আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছেন এক আসামি। সিআইডি পুলিশ বলছে, থানা ভুয়া ফেসবুক আইডি খুলে এক তরুণীর সঙ্গে প্রতারণা করেন। অনার্সে অধ্যয়নরত সেই তরুণীর ফেসবুকে গিয়ে তার ছবি সংগ্রহ করে ছবির মাথা কেটে অশ্লীল ছবির সঙ্গে সংযুক্ত করেন তিনি। পরে সেই ছবি ইনবক্সে দিয়ে অসামাজিক আবদার করে। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ফেসবুক পেজে এমন অভিযোগ আসার পর প্রযুক্তির সহায়তায় ফেক আইডির আসল মালিককে খুঁজে পায় সিআইডি। ছবি এডিট করার ডিভাইসসহ তাকে গ্রেফতার করা হয়।.
এখন পর্যন্ত দিনে হাজারের বেশি অভিযোগ আছে এই নারীরর যৌন হয়রানির অভিযোগই সবচেয়ে বেশি। এমন একটি ঘটনার পেছনে আমরা দিনের পর দিন লেগে থাকি। কোনোটি এক দিনে, আবার কোনোটি ১০ মাসে গিয়েও সমাধান করি।’.
সিআইডির সদর দফতর সূত্র বলছে, এ বছরের সাইবার পুলিশ সেন্টারের ফেসবুক পেজে ১৭ হাজার ৭০৩টি অভিযোগ এসেছে। ফোনে অভিযোগ করেছেন ৩৮ হাজার ৬১০ জন ভুক্তভোগী। ফোনেই সমাধান হয়েছে ১২ হাজার ৫৬০টি অভিযোগের। বাকিগুলো নিয়ে কাজ চলছে.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: