• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বনাপোল বন্দর যেন এক টুকরো ভারত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০১ পিএম;
বনাপোল বন্দর যেন এক টুকরো ভারত
বনাপোল বন্দর যেন এক টুকরো ভারত

বেনাপোল বন্দরের  তিন কিলোমিটার এলাকাজুড়ে শুধু ভারতীয় পন্যবাহী ট্রাকের জটলা। অপরিচিত কেউ দেখলেই মনে হবে যেন ভারতের কোলকাতার কোন শহর। বন্দর এলাকার চারিপাশে ভারতীয় ট্রাকের দীর্ঘ লাইন।যশোর-বেনাপোল হাইওয়ে বেনাপোল বাজার ও বন্দরের প্রায় ৩ কিলোমিটার এলাকায় দিনের পর দিন ভারতীয় ট্রাক, লোকাল বাস ও দুরপাল্লার পরিবহন মেইন রোডের উপর রাখার কারনে  চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ভারতগামী পার্সপোর্ট যাত্রী ও  বেনাপোল  পোর্ট থানার তিনটি ইউনিয়ন ও পৌরসভার লক্ষাধিক মানুষ।.

নাজুক ট্রাফিক ব্যবস্থার কারনে দিনের অধিকাংশ সময় যানজট লেগে থাকে বেনাপোল বন্দর এলাকায়। ফলে দিনকে দিন বেনাপোল বন্দরে বাড়ছে ভয়াবহ যানজট। যেন অভিভাবক হীন হয়ে পড়েছে বন্দর এলাকা দেখার কেউ নেই। বেনাপোল বন্দর ও কাস্টমস যেন দায় এড়িয়ে যেতে পারলে বাঁচে। দীর্ঘ যানজটের কারনে ব্যহত হচ্ছে ভারত-বাংলাদেশ দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য। কমে যাচ্ছে সরকারের রাজস্ব আদায়। প্রতি বছর সরকার এ বন্দর থেকে প্রায় দশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। ট্রফিক পুলিশের কর্মকর্তা বলছেন দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। .

পদ্মা সেতু চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা দ্রুত পৌছালেও বেনাপোলে এসে পড়তে হচ্ছে ভয়াবহ যানজটের কবলে। চরম ভোগান্তী নিয়ে পারাপার হচ্ছে যাত্রীরা। অপর দিকে কমলমতী স্কুলের শিক্ষার্থীরা যানজটের কারনে পায়ে হেটে স্কুলে যেতে বাধ্য হচ্ছে। বেনাপোল বন্দর দেশের সর্ববৃহৎ স্থল বন্দর হওয়ায় প্রতিদনি প্রায় ৪শ থেকে ৫শ পন্য বাহী  ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে । পন্য খালাশ করে  ট্রাকের সে দেশে ফিরে যাওয়ার কথা থাকলেও ২শ থেকে ২শ পঞ্চাশ ট্রাক ভারতে ফিরে যায়। বাকী ট্রাক বেনাপোল বন্দরে থেকে যাচ্ছে। সময় মত ভারতে ফিরে  না যাওয়ার কারনে  দীর্ঘ যানজট তৈরি হয়েছে বলে জানান  ভারতীয় ট্রাক চালক কার্তিক ঘোষ । তিনি আরো বলেন  বিএসএফ চেকিং এর নামে সময় ক্ষেপন করছে বলে আমরা  ভারতে সময় মত ফিরে যেতে পারছি না।  .

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ সাজেদুর রহমান জানান,ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী( বিএসএফ) আমদানিকৃত খালি ট্রাক ভারতে প্রবেশের সময় ধীর গতিতে চেকিং করার কারনে  ট্রাক গুলি ভারতে প্রবেশ করতে পারছে না। ফলে বেনাপোল বন্দর এলাকায় দীর্ঘ ট্রাকের জট বেধে বন্দর এলাকায়  ভয়াবহ যানজট তৈরি হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / মো: জসিম উদ্দীন, বেনাপোল প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ