• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বানিয়াচঙ্গে সোহান মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১২ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১৬ এএম;
বানিয়াচঙ্গে সোহান মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
বানিয়াচঙ্গে সোহান মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

"সড়ক পথে মোটর বাইক নিরাপদ যাত্রায় হেলমেট চাই" ধীর গতিতে চালাবো বাইক  হেলমেট মাথায় দেখতে চাই" উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচঙ্গে সুহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  ১১ ফেব্রুয়ারি শনি বার  বেলা ১১টায় শরীফখানী ইদগাহ মাঠে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।.

জুরাসিক ক্রিকেট ক্লাবের আয়োজনে উক্ত ক্লাবের সভাপতি সাবেক ইউপি সদস্য ইসতিয়াক হুসেন লেমন'র সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুনের সঞ্চালনায় ফাইনালে মুখুমূখী হয় জুরাসিক ক্রিকেট ক্লাব বনাম শরীফখানী ইস্ট ওরিয়র্স।.

এতে জুরাসিক ক্রিকেট ক্লাবকে ৯ রানে হারিয়ে বিজয়ী  হয় ইস্ট ওরিয়র্স ক্রিকেট ক্লাব। উক্ত টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মুজিবুল হুসেন মারুফ।.

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মতিউর রহমান মতু,বানিয়াচং ক্রিকেট ক্লাবের  সভাপতি মনিরুল আলম ইকবাল হুসেন খান মনি,সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবলু, পশু চিকিৎসক আবুল কালাম, বিসিসি'র উপদেষ্টা কমিটির সদস্য অপু ভট্টাচার্য, বিসিসি'র প্রধান কোচ পাভেলখান, বিসিসি'র সম্মানিত সদস্য আবুল কাশেম, আইডিএলসি ফাইন্যান্স এর সিনিয়র অফিসার ও জুরাসিক ক্রিকেট ক্লাবের অন্যতম কর্ণধার কাওছার আহমেদ সুহাগ, জুরাসিক ক্রিকেট ক্লাবের সাবেক কৃতি খেলোয়ার অলরাউন্ডার  কিতাব আলী সহ উক্ত ক্লাবেরঅন্যান্য কর্মকর্তাবৃন্দ।.

এসময় সময় সড়ক দূর্ঘটনায় নিহত সোহান মিয়ার পিতা আবুল কালাম মিয়ার হাতে স্মৃতি স্মারক হিসেবে  সোহানের নাম লেখা একটি স্মারক জার্সি তুলে দেয়া হয়। উক্ত ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে  নির্বাচিত হয়েছেন কুমিল্লা থেকে আগত বিজয়ী দলের খেলোয়াড় নাজমুল হাসান এবং  সেরা খেলোয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন মাহমুদুল মোহন।.

টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রবিন সর্দার। ১৭ টি উইকেট  সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে মনোনীত হয়েছেন  মনিরুজ্জামান মুবিন।  ১৫৫ করে  টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে মনোনীত হয়েছেন তিতাস। ম্যাচটিতে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন শহীদ আলী আখঞ্জী ও রেজাউল করিম রিয়াজ।. .

ডে-নাইট-নিউজ / রিতেষ কুমার বৈষ্ণব- 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ