দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। .
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনার ভোর ৬টা ৩ মিনিটে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।.
একই সাথে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, ফুলবাড়ী প্রেসক্লাব, সামাজিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। .
সকাল ৮টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম প্রমুখ।.
আলোচনা শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। .
শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপনসহ কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ কারী বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।.
এদিকে দিবসটি উপলক্ষে পৃথক সময়ে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফুলবাড়ী প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনান সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।.
দিবসটি উপলক্ষে সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাতে সরকারি ও আধা-সরকারি ভবন ও অন্য পাবলিক প্লেসে আলোকসজ্জা করা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিস্তৃত কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। . .
ডে-নাইট-নিউজ / কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: