প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে ৬ জন দরিদ্র ব্যক্তির মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সংস্থাটির বকুলতলামোড় পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় খানপুর, পলিপ্রয়াগপুর, এবং কাটলা ইউনিয়নের ৬জন অতিদরিদ্র সদস্যদের মাঝে ২টি গরু, ৮টি ছাগল এবং ৪টি ভেড়া বিনামূল্যে বিতরণ করা হয়।.
এসময় সংস্থাটির প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ, শাখা ব্যবস্থাপক মোছা. রেশমা খাতুন, সহকারী শাখা ব্যবস্থাপক রিতা দত্তসহ জনপ্রতিনিধি ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: