• ঢাকা
  • সোমবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথবাসীর স্বপ্ন পুরণে কাজ করতে চাই : ডাঃ অরূপ রতন চৌধুরী 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৪ এএম;
বিশ্বনাথবাসীর স্বপ্ন পুরণে কাজ করতে চাই : ডাঃ অরূপ রতন চৌধুরী 
বিশ্বনাথবাসীর স্বপ্ন পুরণে কাজ করতে চাই : ডাঃ অরূপ রতন চৌধুরী 

বিশ্বনাথের বৃহত্তর আমতৈল গ্রামের আল- আজম স্কুল এন্ড কলেজ হলরুমে সেবা স্বেচ্ছাসেবী সংগঠনে উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন, আলোচনা সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। .

১৯শে আগস্ট শুক্রবার বিকেল পাঁচ ঘটিকায় প্রধান অতিথি একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা, মাদক ও নেশা নিরোধ সংস্থা মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ অরূপ রতন চৌধুরীর উপস্থিতি এলাকার ৩০০শত দুঃস্থদের মাঝে বিনা মূল্যে ঔষধ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। ২০১৫ সালে ঘটিত এই সামাজিক সংগঠন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে নিয়মিত সেবা প্রদান ও সহযোগীতা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজ ৩ শত নারী পুরুষের চিকিৎসা সেবার আয়োজন করে তারা।.

সেবা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে সালা উদ্দীনের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ অরূপ রতন চৌধুরী। তিনি বক্তব্যে বলেন; আমি বিশ্বনাথবাসীর স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করতে চাই। অবহেলিত এই জনপদে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অসমাপ্ত ও অপুরনীয় কাজগুলো করে এই এলাকার সন্তান হিসেবে উন্নয়নের অংশীদার হতে এসেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী হয়ে আগামী জাতীয় নির্বাচনে আসব। একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রীর সমর্থন ও নৌকার মনোনয়ন প্রত্যাশী আমি। আপনাদের সেবক হিসেবে আসলে সমর্থন করে স্বপ্ন পুরণে সহায়তা করবেন।.

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব বৈষ্ণব, রামপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য রাকিব আলী, সংরক্ষিত মহিলা সদস্য (১.২.৩) লক্ষী বেগম।.

এসময় উপস্থিত ছিলেন সেবা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক লায়েছ মিয়া সহ সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। .

.

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ