• ঢাকা
  • সোমবার, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের মকরম আলী আফরোজ এখন যুক্তরাজ্যের ডেপুটি লেফটেন্যান্ট 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:১৯ পিএম;
বিশ্বনাথের মকরম আলী আফরোজ এখন যুক্তরাজ্যের ডেপুটি লেফটেন্যান্ট 
বিশ্বনাথের মকরম আলী আফরোজ এখন যুক্তরাজ্যের ডেপুটি লেফটেন্যান্ট 
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের শিমুলতলা গ্রামের কৃতি সন্তান, সমাজসেবক মকরম আলী আফরোজ এখন যুক্তরাজ্যের ডেপুটি লেফটেন্যান্ট পদে অধিষ্ঠিত হয়েছেন । তাঁর এমন কৃতিত্বপূর্ণ অর্জনে বিশ্বনাথসহ দেশ- প্রবাসে থাকা বাঙালি কমিউনিটির মধ্যে বইছে আনন্দ উচ্ছ্বাস।  প্রশংসায় ভাসছেন মকরম আলী আফরোজ।  বৃটেনের মাটিতে বিশ্বনাথবাসীর মুখ উজ্জল করায় স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ  ও রাজনৈতিক নেতৃবৃন্দ অভিনন্দন বার্তা প্রকাশ করছেন গণমাধ্যমে। 
 
যুক্তরাজ্যে ডেপুটি লর্ড লেফটেন্যান্ট কি?
ডেপুটি লেফটেন্যান্টদের একজন লর্ড-লেফটেন্যান্ট দ্বারা মনোনীত করা হয়। প্রয়োজন অনুযায়ী যেকোনো দায়িত্বে সহায়তা করার জন্য ডেপুটি লেফটেন্যান্টরা ব্রিটিশ রাজার নির্দেশে উপযুক্ত সরকারী মন্ত্রীর মাধ্যমে নিয়োগের কমিশন পান। 
 
ডেপুটি লেফটেন্যান্টরা এমন লোক হয়ে থাকেন যারা স্থানীয় সম্প্রদায়ের সেবা করেছেন, অথবা অন্যান্য ক্ষেত্রে জনসেবার ইতিহাস রয়েছে।
 
ডেপুটি লেফটেন্যান্টরা লর্ড-লেফটেন্যান্টের অনুপস্থিতিতে প্রতিনিধিত্ব করেন যার মধ্যে স্থানীয় অনুষ্ঠান এবং অফিসিয়াল ইভেন্টগুলি, প্রদর্শনী উদ্বোধন থেকে শুরু করে ভাইকারদের অন্তর্ভুক্তি (যেমন ইংল্যান্ডের চার্চের অনুরোধ)। তাদের অবশ্যই তাদের লেফটেনেন্সি এলাকার মধ্যে বা এর সীমানার সাত মাইল (১১ কিমি) মধ্যে বসবাস করতে হবে। তাদের নিয়োগ লর্ড-লেফটেন্যান্টের কোনো পরিবর্তনের সাথে শেষ হয় না,  তবে তাদের আইনত ৭৫ বছর বয়সে অবসর নিতে হবে।
 
সেবারত ডেপুটি লেফটেন্যান্টদের একজনকে ভাইস লর্ড-লেফটেন্যান্ট হিসেবে নিয়োগ করা হয়, যিনি বেশিরভাগ পরিস্থিতিতে একজন লর্ড-লেফটেন্যান্টের পক্ষে দাঁড়াবেন যিনি উপস্থিত থাকতে পারবেন না।
 
লর্ড-লেফটেন্যান্টের অফিসের বিপরীতে, যা সার্বভৌমের উপহারে একটি নিয়োগ, ডেপুটি লেফটেন্যান্টের পদটি সার্বভৌম নিয়োগকারীর একটি নিয়োগ, এবং তাই সার্বভৌমের সরাসরি নিয়োগ নয়।
ডেপুটি লেফটেন্যান্ট কমিশনগুলি লেফটেন্যান্সির ক্লার্ক দ্বারা, রাষ্ট্রীয় নিয়োগ হিসাবে, লন্ডন গেজেট বা এডিনবার্গ গেজেটে, যথাযথভাবে, সেই কাউন্টি বা এলাকার জন্য ডেপুটি লেফটেন্যান্ট নিযুক্ত ব্যক্তিদের নাম এবং তাদের তারিখগুলি সহ প্রকাশিত হয়।
.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ