• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংস  দিবস উপলক্ষে মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:২৬ পিএম;
বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংস   দিবস উপলক্ষে মানববন্ধন
বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংস  দিবস উপলক্ষে মানববন্ধন

সংঘাত নয, ঐক্যের বাংলাদেশ গড়ি। সকলে মিলে গড়ে তুলি এক অহিংস বাংলাদেশ। এই শ্লোগানে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন করা হয়েছে। (২ অক্টোবর) বুধবার সকালে আন্তর্জাতিক অহিংস দিবস পালনের লক্ষে বিশ্বনাথ বাসিয়া ব্রিজের উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।.

 .

এমআইএস প্রকল্প, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফর ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত মানববন্ধনে অ্যাম্ভাসেডর মোনায়েম খানের সভাপতিত্বে ও সমন্ময়কারী সাংবাদিক বদরুল ইসলাম মহসিন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজির) অ্যাম্ভাসেডর তজম্মুল আলী রাজু। এসময় বক্তব্য রাখেন, পিএফজির সিনিয়র সদস্য জয়নাল  আবেদিন, আবুল বশর মোঃ ফারুক, তরিকুল ইসলাম, জামাত নেতা আব্দুস সোবহান, সংগঠক ডাঃ বিভাংশু গুন বিভু, শিক্ষক শফিক আহমদ পিয়ার। অনুষ্ঠান পূর্বে কোরআন থেকে তেলাওয়াত করেন, আব্দুল মজিদ, গিতা পাঠ করেন, মলয় ভুট্ট। এসময় উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য, হোসাইন আহমদ শাহীন, নাজমা বেগম, জুসনা বেগম, কাওছার আহমদ, রিপন মিয়া প্রমুখসহ বিভিন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।. .

ডে-নাইট-নিউজ /    বিশ্বনাথ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ