
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত নিপেশ তালুকদার (৪৫) নামের ওই ব্যক্তি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে ।.
.
রোববার (২০ এপ্রিল) রাত আনুমানিক ৮ ঘটিকার সময় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাওনপুর গ্রামের পাশে অবস্থিত পাঁচপীর বাজার এলাকায় এই ব্যক্তি ছিনতাইয়ের কবলে পড়েন বলে জানা যায়।.
.
.
ছিনতাইয়ের শিকার নিহত নিপেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর (রফিনগর) গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সিলেট শহরের তেমুখি এলাকায় বসবাস করে আসছেন।.
স্থানীয় সূত্রে জানা গেছে , নিহত নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেল করে খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন বাজারে কয়েল, জর্দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতেন। রোববার সন্ধ্যায় পণ্য বিক্রি শেষে বাড়ি ফেরার পথে পাঁচপীর বাজারের পশ্চিমে একটি সড়কের নির্জন স্থানে ছিনতাইকারীরা তার পথ গতিরোধ করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।.
.
গুরুতর আহত অবস্থায় নিপেশ তালুকদার দৌড়ে গিয়ে বাজারের একটি দোকানে আশ্রয় নেন। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছান ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।.
.
ওসি এনামুল হক চৌধুরী বলেন, "লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।". .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: