বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের বেবি কেয়ার স্কুলে এসএসসি উত্তীর্ণ ১ম ব্যাচ শিক্ষার্থীদের নিয়ে সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। .
২৩ সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। .
উপজেলার মফস্বল এলাকায় শিক্ষার আলো বিতরণের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের সাবেক, বর্তমান ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গের উপস্থিতিতে ১ম বারের মত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী ১২ জন এসএসসি উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সম্মাননা স্মারক ও পুরস্কৃত করে আজকের আয়োজন উদযাপিত করা হয়।.
স্কুলের শিক্ষক আখলাকুর রহমানের পরিচালনায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ( বিশ্বনাথ -৬) সিনিয়র আইনজীবী, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। .
প্রধান অতিথি গিয়াস উদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, শিক্ষক ও অভিভাবকদের সঠিক পরিচর্যার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। সঠিক লক্ষ্যে পৌঁছাতে তাদের পেছনে পরিচর্যার কোন বিকল্প নেই। লক্ষ্য স্থির করে যে-কেউ পড়া-লেখা চালিয়ে গেলে মা-বাবার পাশাপাশি এলাকার মুখ উজ্জ্বল করা সম্ভব। তাই সে লক্ষ্য নিয়ে ছাত্র ছাত্রীদের পরিশ্রম করতে হবে।.
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সুপারিশ প্রাপ্ত বিসিএস ক্যাডার (পরিবার পরিকল্পনা) মারুফ হোসাইন। .
এসময় বক্তব্য রাখেন আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর ফারুক, সাবেক মেম্বার আমির আলী, সংগঠক জসিম উদ্দিন ও সাংবাদিক আব্বাস হোসেন ইমরান।.
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাহিমা আক্তার কলি ও তারেক আহমদ।.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী, এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। .
ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া
আপনার মতামত লিখুন: