• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে বোরোধান কাটার ধুম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৪৭ পিএম;
বিশ্বনাথে বোরোধান কাটার ধুম
বিশ্বনাথে বোরোধান কাটার ধুম

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ থেকেঃ  আবহাওয়া অনুকূলে থাকায় বোরোধানের ভাল ফলন হয়েছে বিশ্বনাথে। আগাম জাতের আবাদি বোরোধান কাটার ধুম পড়েছে উপজেলার বোরো আবাদের হাওরগুলোতে। কৃষকের মুখে স্বচ্ছলতার ঝিলিক বইছে । বৈশাখের এই সময়ে তীব্র তাপদাহ উপেক্ষা করে ধানের মাঠে ঘাম ঝরাচ্ছেন কৃষক। জমি থেকে ধান কেটে আনছেন পরিবারের পুরুষ আর খলা কিংবা উঠোনে মাড়াই ও ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন পরিবারের নারী সদস্যরা। ব্যস্ততা আর পরিবারের চাহিদার পেছনে শ্রম ব্যায়ে স্বপ্নের সাথে রয়েছে তাদের আনন্দ। পরিশ্রম যতই হোক ঘোলা ভরা ধানের গন্ধ নাকে শুঁকলে প্রশান্তিতে পরিশ্রমের ব্যথা দুর হয়ে যায় তাদের।  .

 .

বিশ্বনাথ উপজেলার সবকটি বোরো হাওরে ধান কাটা শুরুর চিত্র দেখা গেছে। চলমান বোরো মৌসুমে কৃষি অফিস সুত্রে জানা গেছে উপজেলা জুড়ে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭২৩৯ হেক্টর। এর বিপরীতে আবাদ অর্জন হয়েছে ৭২৯৪ হেক্টর ভূমি। বোরোধান ইতিমধ্যে ৭% ধান কর্তন হয়েছে এবং ১৫% ধান পাকা অবস্থায় রয়েছে। মে মাসের ১৮ তারিখের মধ্যে সকল ধান কাটা শেষের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে রেখেছে উপজেলা কৃষি অফিস। চলমান মৌসুমে ব্রি ধান ৯২, ব্রি ধান ৮৯ব্রি ধান ৭৪ এবং ব্রি ধান ২৯ সহ  প্রায় ১৫০০ হেক্টর জমিতে হাইব্রিড ধান উৎপাদন হয়েছে।.

 .

বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান এবছর বোরো ধানের আবাদ, ফলন দুটোর অবস্থা সন্তোষজনক রয়েছে। আশা করি ভালো ফলন পাওয়া যাবে এবং কৃষকেরা লাভবান হবেন।.

.

ডে-নাইট-নিউজ /

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ