• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে রবিশস্য ও বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৭ পিএম;
বিশ্বনাথে রবিশস্য ও বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
বিশ্বনাথে রবিশস্য ও বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ থেকে: চলতি মৌসুমে বিশ্বনাথে রবিশস্য ও বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। ইতিমধ্যে বোরো ধান আবাদের বীজতলা ও জমি প্রস্তুতে ব্যাস্ত সময় পার করছেন চাষীরা। এলাকা ভিত্তিক সময়ানুপাতে জানুয়ারীর ১০/১২ তারিখের মধ্যে বোরো ধানের রোপন প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানা গেছে।.

 .

অপরদিকে শীতকালীন রবিশস্য আবাদের ভরা মৌসুমে কিছুটা ক্ষতিগ্রস্থ ও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শংঙ্কা রয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শাকসবজি আবাদ ও পরিচর্চায় ব্যাস্ত রয়েছেন কৃষকেরা। তরিতরকারি আবাদের মৌসুম শুরুর প্রথম প‌র্যায়ে ঘুর্ণিঝড়ের প্রভাবে অতি বৃষ্টি হওয়াতে উপজেলার অনেক এলাকায় রোপন প্রক্রিয়া, বীজ নষ্ট ও বিঘ্ন সৃষ্টি হয়। এতে আলু, টমেটো, বাধাকপি, ফুলকপি, বেগুন, সরিষাসহ বিভিন্ন প্রকার শাকসবজির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন হাজার হাজার চাষী।.

 .

বিশ্বনাথ উপজেলা জুড়ে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭২৮৫ হেক্টর জমি যা থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭১০০ মেট্রিকটন। প্রস্তুত বীজতলার পরিমান রয়েছে ৩৬০ হেক্টর। উপজেলার ২ হাজার ৪০০ কৃষকের মাঝে উপসী ধানের ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩ হাজার ২০০ কৃষকের মাঝে উচ্চফলনশীল হাইব্রীড ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা দিয়েছে কৃষি অফিস। এছাড়া অর্থ বছরে উপজেলার ৯শত কৃষককে ধানের ব্লাস্টার রোগ প্রতিরোধ বিষয়ক বহুমুখী প্রচারণা ও পরিচর্চা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।.

 .

শীতকালীন রবিশস্যের মধ্যে আলু ১৭৮ হেক্টর, মিষ্টি আলু ১৫ হেক্টর, সরিষা ৫১৫ হেক্টর, ও অন্যান্য শাকসবজি ৩৭১৭ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে শাকসবজি ২৪৮৫ হেক্টর ও সরিষা ৩৪৫ হেক্টর আবাদ হয়েছে বলে জানায় কৃষি অফিস। রবিশস্য আবাদে উপজেলার উপকারভোগী ১৮শত কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫শত কৃষকের মাঝে ২ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়েছে ।.

 .

রবিশস্য ও বোরো উৎপাদনের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্ রায় জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আশা করছি আবহাওয়া অনুকুলে থাকলে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এবং শীতকালীন সবজি আবাদে কৃষকদের সার্বিক সহযোগীতায় উপজেলা কৃষি অফিস সবসময় আন্তরিক সেবা দিয়ে যাবে।.

.

ডে-নাইট-নিউজ /

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ