• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে রাস্তা পাকাকরণে এমপি বরাবর মুক্তিযোদ্ধাদের আকুতি: আশ্বাসের বাস্তবায়ন নেই


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১৬ এএম;
বিশ্বনাথে রাস্তা পাকাকরণে এমপি বরাবর মুক্তিযোদ্ধাদের আকুতি: আশ্বাসের বাস্তবায়ন নেই
বিশ্বনাথে রাস্তা পাকাকরণে এমপি বরাবর মুক্তিযোদ্ধাদের আকুতি: আশ্বাসের বাস্তবায়ন নেই

সিলেটের বিশ্বনাথে একটি রাস্তার পাকাকরণের জন্য সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের কাছে লিখিত আবেদন জানান দুই বীর মুক্তিযোদ্ধা। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহাব আলী ও বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলী। তারা উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হামদরচক গ্রামের বাসিন্দা।.

স্থানীয় প্রীতিগঞ্জ বাজার থেকে হামদরচক গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে ৬০০ মিটার রাস্তাটি স্বাধীনতার পর থেকেই কাঁচা অবস্থায় রয়েছে। তাদেরসহ ওই এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা এটি। সম্প্রতি উপজেলার খাজাঞ্চি একাডেমিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে গ্রামের মুরব্বিয়ান ও যুবসমাজকে নিয়ে এই দুই মুক্তিযোদ্ধা এমপি মোকাব্বিরের সাথে দেখা করে এই রাস্তা পাকাকরণের দাবি তুলেন।.

এসময় দুই মুক্তিযোদ্ধা এমপি মোকাব্বিরকে বলেন, আমরা জীবিত থাকতে যাতে এই রাস্তাটি পাকাকরণ দেখে যেতে পারি। মুক্তিযোদ্ধাদের এই দাবির প্রেক্ষিতে এমপি মোকাব্বির দ্রুত এই রাস্তা পাকাকরণের আশ্বাস দেন। দীর্ঘদিনেও আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় তারা এখন হতাশ।.

হামদরচক গ্রামের অ্যাডভোকেট মুজিবুর রহমান, হামদরচক সুন্নি জামে মসজিদের সভাপতি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক হানিফ আলী, আল-ফালাহ লতিফিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আবুল ফয়েজসহ গ্রামবাসীরা এমপির কাছে রাস্তাটি পাকাকরণের দাবিতে একটি স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ।.

স্মারলিপিতে তারা উল্লেখ করেন, ওই এলাকায় চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারিগ্রাম উচ্চ বিদ্যালয় এবং ৬ টি মসজিদ রয়েছে। প্রীতিগঞ্জ বাজার পাকা সড়ক থেকে হামদরচক পর্যন্ত যাতায়াতের একমাত্র রাস্তা (রাস্তাটির আইডি নং- ৬৯১২০৪০৯৫)। প্রতিদিন এ এলাকায় অসংখ্য লোকজন যাতায়াত করেন।.

তারা উল্লেখ করেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বিভিন্ন জনের কাছে ধর্ণা দিয়েও এই রাস্তাটি পাকাকরণ করা যায়নি। তাই  বর্তমান এমপি সাহেব একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি হিসেবে তাঁর কাছেই তারা এই আবেদন করেন।. .

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়াঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ