• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে সূর্যমুখী চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৪ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:০৮ পিএম;
বিশ্বনাথে সূর্যমুখী চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা
বিশ্বনাথে সূর্যমুখী চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা

মাঠ জুড়ে সূর্যের হাসি। নাম তার সূর্যমুখী। তবে সৌন্দর্যের জন্য নয়, ফসলটির আবাদ বাড়ছে তেল উৎপাদনের জন্য। পারিবারিকভাবে ভোজ্য তেলের চাহিদা পুরণে সরিষার পাশাপাশি দিন দিন সূর্যমুখী ফুল চাষে সাড়া জাগিয়েছে বিশ্বনাথ উপজেলার কৃষকরা। ভাল ফলনে অর্থনৈতিক স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন তারা।.

কম খরছে বেশি লাভের সুযোগ থাকায় উপজেলার অনেকেই এখন  সূর্যমূুখী ফুল চাষে আগ্রহী হয়ে ওঠেছেন এবং প্রতি বছর এটি চাষে যুক্ত হচ্ছে নতুন নতুন আাবাদি ও অনাবাদি জমি।সূর্যমুখী চাষে একদিকে যেমন কৃষকরা হচ্ছেন অর্থনৈতিক স্বাবলম্বী অন্যদিকে মিটছে ভোজ্য তেলের চাহিদও। তাইতো এখানকার কৃষকরা সূর্যমুখী ফুল নিজেরা চাষ করছেন এবং অন্যদেরকে চাষে উদ্ভুদ্ধ করছেন।.

সরেজমিন উপজেলার বেশ কয়েকটি এলাকার ফসলি মাঠে সূর্যমুখী ফুলের নয়নাভিরাম দৃশ্য দেখে মনে হয় কে যেন সবুজের বুকে একেঁছে হলুদের আলপনা। .

কৃষক নুরুল আমীন জানান,পারিবারিকভাবে ভোজ্য তেলের চাহিদা পুরণে এ বছর প্রথমবারের মতো আমন ধান পরবর্তী ৩০ শতক জমিতে সূর্যমুখী চাষ করছেন। আবহাওয়া অনূকূলে থাকায় এখন পর্যন্ত গাছ বেশ ভাল আছে। .

কৃষক আজিজুর রহমান জানান,  ২০ শতক জমিতে  সূর্যমুখী চাষ করেছেন।গাছে ভাল ফুল ফুটেছে। সবকিছু ঠিক থাকলে  নিজের চাহিদা পুরণ করে তৈরিকৃত তেল বাজারে বিক্রিও করতে পারবেন। .

উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩০ হেক্টর জমিতে সুর্যমুখী চাষ এবং মাঠ পর্যায়ে ২২০ জন কৃষকদের মাঝে   সরকারি প্রানোদনা হিসেবে উন্নত মানের বীজ ও  সার বিতরণ করা হয়েছে।এবার উপজেলায় ফলন হয়েছে ভাল।সূর্যমুখী চাষ সম্প্রসারণ করে কৃষকরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ভোজ্য তেলের চাহিদার অনেকটাই যোগান দেয়া সম্ভব।. .

ডে-নাইট-নিউজ / মো.সায়েস্তা মিয়া, বিশ্বনাথ থেকে : 

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ