বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস বিশ্বনাথ উপজেলা কর্তৃক আয়োজিত সিলেট অঞ্চলের ৩০৩তম ও ৩০৪তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে। ১৩ই নভেম্বর(বুধবার)সকালে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস বিশ্বনাথ উপজেলা শাখার সম্পাদক মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি সুনন্দা রায়। .
.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ।.
.
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ৩০৩তম ব্যাচের কোর্স লিডার ডা.সিরাজুল ইসলাম এল.টি, ৩০৪তম ব্যাচের কোর্স লিডার জেসমিন বেগম এ.এল.টি,হাজী রশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্কাউটার মোঃ আব্দুল হাই,সিলেট সদর শাহপরান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্কাউটার স্বপন চন্দ্র নাথ,দেওয়ান আঃ রহিম হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক স্কাউটার আনোয়ার হোসেন,গোলাপগঞ্জের কদম রসুল স্কুলের স্কাউটার বাহা উদ্দিন,তাজপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক স্কাউটার ফিরোজা বেগম,পল্লি মঙ্গল স্কুল দক্ষিণ সুরমার স্কাউটার এলিজা বেগম।.
.
দিনব্যাপী প্রশিক্ষণে ২ব্যাচে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।.
এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।.
আনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুন্সির গাও সরকারি প্রা: বিদ্যালয়ের শিক্ষক মোঃখাইরুল আমিন ও গীতা পাঠ করেন হাজী ইয়াসিন উল্লাহ বেতসান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা মালাকার।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: